ইংলিশ প্রিমিয়ার লিগে আরও এক রোমাঞ্চকর ম্যাচ উপহার দিয়েছে নিউক্যাসেল ইউনাইটেড ও লিভারপুল। বুধবার রাতে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে
৩-৩ গোলে ড্র করেছে তারা। নিউক্যাসেলের মাঠ সেইন্ট জেমস পার্কে জোড়া গোল করেন লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। কয়েকদিন আগে ম্যানসিটিকে হারিয়ে ৯ পয়েন্টের ব্যবধান বাড়িয়ে শীর্ষে শক্ত অবস্থান নেয় লিভারপুল। বুধবার শেষ দিকে নিউক্যাসেল ইউনাইটেডের কাছে গোল খেয়ে সেটা কমে দাঁড়াল সাত পয়েন্টে। এদিনের এই ড্রয়ের ফলে ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা চেলসির পয়েন্ট ২৮। একই রাতের আরেক ম্যাচে নটিংহ্যাম ফরেস্টকে ৩-০ গোলে হারিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে সাত ম্যাচ পর জয়ের দেখা পেল ম্যানচেস্টার সিটি।