বাংলাদেশের হকির ইতিহাসে প্রথমবার বিশ্বকাপে যাচ্ছে কোনো দল। যুব হকির বিশ্বকাপে মূলপর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। ২০২৫ সালের ডিসেম্বরে ভারতে বসবে এই টুর্নামেন্ট। বাংলাদেশ দলের এমন সাফল্যে হকি ফেডারশন থেকে খেলোয়াড়দের দেওয়া হয়েছে সংবর্ধনা ও আর্থিক পুরস্কার।
ওমানে যুব এশিয়া কাপ শেষে গতকাল বৃহস্পতিবার ঢাকায় পা রাখে হকি দল। সেখান থেকে বিমানবাহিনীর ফ্যালকন হলে খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। অনুষ্ঠানে বাহফের সভাপতি বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পুরো দলের জন্য পাঁচ লাখ টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করেন। কিন্তু অনুষ্ঠানে পুরো দলের জন্য যে অর্থ পুরস্কারটা ঘোষণা করা হলো, সেটি বোধ হয় সাফল্যের তুলনায় একটু কমই। অর্থাৎ দলের ১৮ খেলোয়াড় ও ৩ কোচ- কর্মকর্তার প্রত্যেকে পাবেন প্রায় ২৪ হাজার (২৩ হাজার ৮০৯) টাকা করে। এ টাকা দিয়ে খেলোয়াড়রা বড়জোর এক জোড়া কেডসই কিনতে পারবেন।
হকি ফেডারেশনের সভাপতি বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে প্রাথমিক বক্তব্যে বলেন, ' তোমাদের এই সাফল্যে দেশবাসী গর্বিত। আমাদের মূল লক্ষ্য সিনিয়র বিশ্বকাপে খেলা।' বাংলাদেশের অনেক খেলায় খেলোয়াড়দের মধ্যে দ্বন্দ্ব ও নানা সমস্যা প্রকাশ্যে আসে। যুব হকি খেলোয়াড়দের সেসব থেকে দূরে থাকার পরামর্শ সভাপতির, 'সব সময় টিম হয়ে থাকবে। কোনো বদ অভ্যাসের সঙ্গে জড়াবে না, সর্বদা শৃঙ্খলা বজায় রেখে চলবে।'
বৈশ্বিক অঙ্গনে দেশের হকির অন্যতম বড় অর্জন এটি। বিশ্বকাপে জায়গা করে নেওয়া দলের কোচ মওদুদুর রহমান বলেন, 'এই দলটা চমৎকার। খেলোয়াড়দের মধ্যে ভালো করার তাড়না আছে। একদিনে হয়তো বড় কিছু হবে না। তবে ঠিকভাবে দেখভাল করলে একদিন হয়তো বাংলাদেশকে মূল বিশ্বকাপে নিয়ে যাবে দলটি।'
যুবাদের সাফল্যে উচ্ছ্বসিত বাহফে সভাপতি হাসান মাহমুদ বলেন, 'বিশ্বকাপের আগে এই দলকে তৈরি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা ক্যাম্পের আয়োজন করার চেষ্টা করব। লিগ ও নিয়মিত টুর্নামেন্ট আয়োজনের চেষ্টাও থাকবে।'
খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান শেষে গণমাধ্যমের মুখোমুখি হন ফেডারেশন সভাপতি। আগামী বছর ডিসেম্বরে ভারতে যুব বিশ্বকাপের আগে আরও বেশি সময় অনুশীলনে রাখতে চান তিনি, 'প্রথমবার আমরা যুব বিশ্বকাপে খেলব। প্রথমেই বিশ্বকাপ জয়ের প্রত্যাশা বাস্তবিক হবে না। আমরা আমাদের যথাসাধ্য ভালো পারফরম্যান্সের প্রত্যাশা করব। এবার তিন মাসের মতো অনুশীলন হয়েছে। বিশ্বকাপের আগে এক বছর সময় রয়েছে যা যথেষ্ট। আমরা অন্তত মাস ছয়েকের অনুশীলনের ব্যবস্থা করব।'
হকি ফেডারেশনের সভাপতি নিজে ক্রিকেট ও বাস্কেটবল খেলেছেন। এরপরও বাংলাদেশ হকি দলের দুর্বলতা চোখে পড়েছে তার, 'বিশ্বচ্যাম্পিয়ন দলেরও উন্নতির জায়গা থাকে। আমাদের তো অবশ্যই রয়েছে। বিশেষ করে পেনাল্টি কর্নার ও পেনাল্টিতে (পেনাল্টি স্ট্রোক) আমাদের আরও ভালো করতে হবে।'