বাংলাদেশ প্রিমিয়ার লিগ

প্রতিশোধের ম্যাচে বসুন্ধরাকে পেল মোহামেডান

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
মৌসুমে দ্বিতীয়বারের মতো দেখা হচ্ছে বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের। মাত্র ১৩ দিনের ব্যবধানেই এই দুই দলের দেখা হচ্ছে। মৌসুমের শুরুতে গত ২২ নভেম্বর চ্যালেঞ্জকাপে দেখা হয়েছিল তাদের। আজ শুক্রবার প্রিমিয়ার ফুটবল লিগে কুমিলস্নার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের বিপক্ষে খেলবে মোহামেডান। একই সময়ে ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী। এবারের মৌসুমেই প্রথম মাঠে গড়িয়েছে 'বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জকাপ'। এক ম্যাচের এই টুর্নামেন্টটি শেষ হয়েছিল নানান অভিযোগ আর বিতর্ক নিয়েই। কারণ প্রথমে এগিয়ে গিয়েও এই ম্যাচে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি মোহামেডান। হাতছাড়া হয়েছে মৌসুমের প্রথম শিরোপা। যার জন্য তারা দায়ী করেছে হঠাৎই গ্যালারি থেকে ছুটে আসা চারটি স্মোক ফ্লেয়ারকে। নিজেদের হোম ভেনু্য কিংস অ্যারেনাতে ওই ঘটনার পরই বসুন্ধরা মূলত ম্যাচে সমতা আনে। এরপর একের পর এক গোল করে ৩-১ গোলে জিতে নেয় শিরোপা। মোহামেডানের দাবি ওই স্মোক ফ্লেয়ারগুলোর কারণেই তারা ম্যাচে মনযোগ হারিয়েছিল। সেই আক্ষেপের ম্যাচ ভুলে আজ নিজেদের হোম ভেনু্য কুমিলস্নাতে বসুন্ধরাকে পাচ্ছে মোহামেডান। এই ভেনু্য নিয়ে অবশ্য বসুন্ধরার রয়েছে অনেক অভিযোগ। তিনদিন আগেই এই ভেনু্যতে ফেডারেশন কাপে প্রথম ম্যাচটি খেলেছে কিংস। সদ্য ক্রিকেটের পিচ তুলে ফুটবল নামিয়ে দেয়া এই মাঠটি মোটেই ফুটবল খেলার উপযুক্ত নয় বলে মন্তব্য করেছেন ওই ম্যাচে মাঠে পড়ে গিয়ে চোট পাওয়া কিংসের অন্যতম ফুটবলার রাকিব হোসেন। মাঠ এমনিতে বেশ শক্ত। অনেকটা ধানক্ষেতের মতো। মাঝে আবার ক্রিকেট পিচের কারণে পুরোটাই ন্যাড়া। সেই মাঠে খেলতে গিয়ে রাকিব প্রথমার্ধের ২২ মিনিটের সময় মাটিতে লুটিতে পড়েছিলেন। শক্ত মাঠের সঙ্গে বুকের বাঁ দিকের ঘর্ষণে হালকা চোট পেয়েছেন। আর একটু হলেই দম বন্ধ হওয়ার মতো অবস্থা। কয়েক মিনিট তো ঠিকমতো শ্বাসই নিতে পারছিলেন না। তবে এখন অনেকটা সুস্থ আছেন বলে নিজেই জানিয়েছেন এই ফুটবলার। এমন মাঠে ফুটবল কারোরই কাম্য নয়। তবে এই মাঠেই আজ অনেকটা বাধ্য হয়েই খেলতে হবে মৌসুমের শক্তিধর দুই ক্লাবকে। লিগসহ তিন টুর্নামেন্টেই জয়ের ধারা অব্যাহত আছে কাগজে কলমে মৌসুমের সব থেকে শক্তিধর দল বসুন্ধরা কিংসের। চ্যালেঞ্জকাপে জয়ের পর লিগের গত রাউন্ডে তারা চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছিল ৭-০ গোলের বড় ব্যবধানে। লিগে এখন পর্যন্ত এটিই সব থেকে বড় ব্যবধানের জয়। এরপর ফেডারেশনকাপে ব্রাদার্স ইউনিয়নকে ১-০ গোলে হারিয়ে আরও আত্মবিশ্বাসী হয়েছে বসুন্ধরা। লিগে কিংসের পরই সব থেকে বড় জয়টি মোহামেডানের। গত রাউন্ডে তারা ওয়ান্ডারার্স ক্লাবকে ৬-০ গোলে হারায়। লিগের প্রথম রাউন্ডে কোন ম্যাচ ড্র হয়নি। দশ দলের মধ্যে ৫টি দল ৩ পয়েন্ট করে অর্জন করেছে। তবে গোলগড়ে এগিয়ে (+৭) শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। সমান পয়েন্ট নিয়ে গোল গড়ে পিছিয়ে (+৬) দ্বিতীয় স্থানে আছে মোহামেডান। রহমতগঞ্জ ও আবাহনীর গোলগড় সমান (+২)। তারা আছে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে আছে ব্রাদার্স ইউনিয়ন। তাদের গোলগড় (+১)। অন্য ৫ দলই পয়েন্ট শূন্য। এরা হলো ষষ্ঠ স্থানে থাকা পুলিশ ফুটবল ক্লাব, সপ্তম স্থানে ফর্টিস এফসি, অষ্টম স্থানে ফকিরেরপুল ইংয়ংমেন্স ক্লাব। নবম স্থানে ঢাকা ওয়ান্ডারার্স ও দশম স্থানে থাকা চট্টগ্রাম আবাহনী। পয়েন্টশূন্য ক্লাবগুলোর অবস্থানও নির্ধারিত হয়েছে তারা কতটি গোল হজম করেছে তার ভিত্তিতে। কিংসের আজ নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার ম্যাচ হলেও মোহামেডানের মধুর প্রতিশোধের ম্যাচ। চ্যালেঞ্জকাপের ওই হারের শোধ নিয়ে নিজেদের হোম ভেনু্যতে মৌসুমের দ্বিতীয় দেখাটা পয়েন্ট নিয়েই স্মরণীয় করে রাখার লক্ষ্য আলফাজ আহমেদের শিষ্যদের।