বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

হকিতে চীনকে উড়িয়ে পঞ্চম বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
  ০৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
হকিতে চীনকে উড়িয়ে পঞ্চম বাংলাদেশ

আগের ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে ২০২৫ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। বুধবার জুনিয়র এশিয়া কাপে স্থান নির্ধারণী ম্যাচে চীনকে ৬-৩ গোলে উড়িয়ে পঞ্চম হয়েছে মওদুদুর রহমান শুভর দল। আমিরুল ইসলাম ও রাকিবুল হাসান হ্যাটট্রিক করেছেন।

বুধবার ওমানের মাসকটে চীনের বিপক্ষে আধিপত্য করেছে বাংলাদেশ। তবে চীনও কম যায়নি। শেষ হাসিটা হেসেছে জয়-রকিরাই। প্রথম মিনিটে বাংলাদেশ এগিয়ে যায়। রাকিবুল হাসান রিভার্স হিটে সহজেই লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন। ১১ মিনিটে চীন সমতা আনে। চেনজিন সিন আক্রমণ থেকে সমতা ফেরান। ১৯ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে জ্যাং জিলাং গোল করে চীনকে লিড এনে দেন। দুই মিনিট পর আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করে স্কোরলাইন ২-২ করেন। ২৬ মিনিটে তিনি আবারও লক্ষ্যভেদ করে বাংলাদেশকে তৃতীয় গোল উপহার দেন। চার মিনিট পর আমিরুল পেনাল্টি কর্নার থেকে নিজের তৃতীয় ও দলের চতুর্থ গোল করে ব্যবধান আরও বাড়ান। ৪২ মিনিটে ঝ্যাং ঝিলাং ব্যবধান ৪-৩ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে