ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে খেলছেন না মুস্তাফিজুর রহমান। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই ছুটি নিয়েছেন তিনি। এবার দিলেন সুখবর। প্রথম সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। খবরটি নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন।
\হবাংলাদেশের এই পেসার নিজের ফেসবুক পেজে লিখেছেন, 'আলহামদুলিলস্নাহ! মহান আলস্নাহর অশেষ রহমতে আজ আমরা একটি ছেলে সন্তান লাভ করেছি। বাচ্চা এবং মা দুজনেই সুস্থ আছেন। তাদের প্রার্থনায় রাখুন।'
২০১৯ সালের ২৩ মার্চ সাতক্ষীরার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী সামিয়া পারভীন শিমুকে বিয়ে করেন মুস্তাফিজ। শিমু সম্পর্কে তার মামাত বোন।