চ্যাম্পিয়ন্স লিগে নামের সুবিচার করতে পারছে না রিয়াল!

প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত পারফরম্যান্সের হিসেবে সবচেয়ে বাজে অবস্থা রিয়াল মাদ্রিদের। ফুটবল বিষয়ক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেটের হিসেব বলছে, বর্তমান বাজার মূল্যে সবচেয়ে বেশি অর্থ খরচ করার পরও, পারফরম্যান্স আপ টু দ্য মার্ক নয় এমন ক্লাবের তালিকায় সবার ওপরে মাদ্রিদিস্তারা। এই তালিকার তিন নম্বরে আছে পিএসজি, চার নম্বরে ম্যানচেস্টার সিটি। আর পঞ্চম অবস্থানে আছে বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লিগ, টুর্নামেন্টটির নাম আসলেই যে নামটা এরপর এমনি এমনিই চলে আসে সেটা রিয়াল মাদ্রিদ। সমর্থকরা ভালোবেসে যাকে ডাকে 'কিং অব চ্যাম্পিয়ন্স লিগ' বা ইউসিএলের রাজা। আর বলবে-ই বা না কেন, একটা টুর্নামেন্টের ১৫টি শিরোপা জেতা তো আর যা-তা কথা নয়। কারণ তালিকায় এর পরের ক্লাবটার শোকেসে যে আছে তাদের অর্ধেকেরও কম। কিন্তু চলতি মৌসুমে নতুন রূপে দেখা দেওয়া চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে একটু বিপাকে মাদ্রিদিস্তারা। পারফরম্যান্স বিবেচনায় রীতিমতো নিজেদের হারিয়ে খুঁজছে কার্লো আনচেলোত্তি বাহিনী। চলতি আসরে ৫ ম্যাচ খেলে এখন পর্যন্ত মাত্র ২টি জয় পেয়েছে মাদ্রিদ। বিপরীতে হেরেছে ৩টি। তালিকার ২৪ নম্বরে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। দলটির বাজারমূল্য হিসেব করলে তালিকার এই অবস্থান হজম করা একটু কঠিন। ফুটবলভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেটের এক প্রতিবেদনে দেখা যাচ্ছে, পারফরম্যান্স এবং বাজারমূল্য বিবেচনায় নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে বাজে দলের যে তালিকা করা হয়েছে, তার এক নম্বরে আছে ইউসিএলের রাজারা। তাদের দাবি, বর্তমান বাজারে রিয়াল মাদ্রিদের স্কোয়াড মূল্য বাংলাদেশি টাকায় ১৭ হাজার ১৬৫ কোটি ৯২ লক্ষ টাকা। যা ইউসিএলে অংশ নেওয়া ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি। পারফরম্যান্স হিসেবে নিলে এখন ক্লাবের দাম ও টেবিলে অবস্থানের পার্থক্য ঋণাত্মক। এ তালিকায় দ্বিতীয় নম্বরে আছে আরবি লাইপজিগ। গত মৌসুমে বুন্দেসলিগায় চমক দেখালেও, চলতি মৌসুমে ৩৬ দলের মধ্যে ৩৪তম অবস্থানে আছে তারা। ইউসিএলের ৫ ম্যাচের ৫টিতেই হেরেছে তারা। লাইপজিগের পরে আছে পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগ টেবিলের ২৫তম দল এখন তারা। আছে অবনমনের শঙ্কা।