গোলের পর গোল করে চলেছে আর্সেনাল। টানা দ্বিতীয় ম্যাচেও প্রতিপক্ষের জালে পাঁচবার বল জড়াল তারা। শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্টহ্যামের বিপক্ষে ৫-২ গোলে জিতেছে গানাররা। লন্ডন স্টেডিয়ামে সাত গোলই হয়েছে ম্যাচের প্রথমার্ধে। গতবারের রানার্সআপদের পাঁচ গোলদাতা হলেন-গাব্রিয়েল মাগালিয়াইস,
লেয়ান্দ্রো ত্রোসার, মার্টিন ওডেগোর, কাই
হাভার্টজ ও বুকায়ো সাকা।
এদিনের এই জয়ে ১৩ ম্যাচ থেকে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে গেল আর্সেনাল। এক ম্যাচ কম খেলা লিভারপুলের (৩১) চেয়ে ছয় পয়েন্ট পেছনে তারা। সমান ২৩ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে ব্রাইটন ও ম্যানচেস্টার ম্যানসিটি। শিরোপাধারী সিটি অবশ্য একটি ম্যাচ কম খেলেছে। ম্যানসিটির সমান ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। অন্যদিকে টেবিলের নিচের দিক থেকে সপ্তম স্থানে আছে ওয়েস্টহ্যাম।
ম্যাচের নবম মিনিটে গ্যাব্রিয়েল মাগালহায়েসের হেডে গোলবন্যার শুরু। আর্সেনাল দ্বিতীয় গোলের দেখা পায় ২৬ মিনিটে, লিয়ান্দ্রো ট্রসার্ড জালে বল ঠেলে দেন। মিনিটখানেকের ব্যবধানে মার্টিন ওডেগার্ডের পেনাল্টি ও কাই হ্যাভার্জের গোলে স্বাগতিক দর্শকরা স্টেডিয়াম ছাড়তে শুরু করে। তবে রোমাঞ্চ তখনো বাকি ছিল। ওয়েস্টহ্যাম দুটি গোল শোধ দিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল। অ্যারন ওয়ান বিসাকার হেড সহজেই লক্ষ্যভেদ করে। এরপর এমারসনের ফ্রি কিক গোল। প্রথমার্ধের যোগ করা সময় বুকায়ো সাকা পেনাল্টি থেকে গানারদের পঞ্চম গোল এনে দেন।
ম্যাচের প্রথমার্ধে ৫-২ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্সেনাল। বিরতির পর আর কোনো গোল হয়নি। একটা সময় শিরোপার দৌড় থেকে ছিটকে পড়া আর্সেনাল শেষ তিন ম্যাচে ১৩ গোল করল। এ নিয়ে টানা দ্বিতীয় মৌসুমে ওয়েস্টহ্যামের মাঠে গোলউৎসব করল তারা। গত বছর ৬-০ গোলে জিতেছিল এবং শনিবারের শুরুটা সেই সংখ্যা
ছাপিয়ে যাওয়ার আভাস দিয়েছিল। ইংলিশ প্রিমিয়ার লিগে এ নিয়ে চতুর্থবার প্রথমার্ধে সাত গোল
হলো। শেষবার এমন ঘটনা ঘটেছিল ২০১২ সালে, রিডিং ও ম্যানইউর ম্যাচে।