পালমাসের কাছে বার্সেলোনার হার!
প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
বার্সেলোনার ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল শুক্রবার। সেদিন কাতালান ক্লাবটি জমকালো আয়োজনও করেছিল। এই বিশেষ দিন উদযাপনের রেশ না কাটতেই আরেকটি হারের বড় ধাক্কা খেলো কাতালান জায়ান্টরা। স্প্যানিশ লা লিগায় তাদের জয়ের অপেক্ষা আরও লম্বা হলো। শনিবার রাতে লাস পালমাস তাদের মাঠ থেকে জয় নিয়ে ফিরলো। লিগে টানা তৃতীয় ম্যাচ জয়হীন থাকলো কাতালান জায়ান্টরা। এদিন পালমাস ২-১ গোলে হারালো বার্সাকে।
তিন ম্যাচে এনিয়ে দ্বিতীয়বার হার দেখলো বার্সা, লিগের চলতি মৌসুমে এটি তাদের তৃতীয় হার। ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষে আছে তারা। তবে দুই ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের (৩০) সঙ্গে তাদের ব্যবধান নেমে দাঁড়ালো মাত্র চার পয়েন্টে। দুই ম্যাচ কম খেলে ৩০ পয়েন্ট নিয়ে দুইয়ে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল। আর বার্সেলোনার সমান ১৫ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে আছে লাস পালমাস।
এই ম্যাচে পালমাস দুই গোল করলেও বার্সার একাধিক প্রচেষ্টা নস্যাৎ করে জয়ের নায়ক তাদের কিপার জ্যাস্পার সিলেসেন, যিনি বার্সেলোনায় খেলেছেন তিন বছর। তার বীরোচিত ভূমিকায় কাতালানরা ২০১৭ ও ২০১৮ সালে কোপা দেল রে ট্রফি জিতেছিল, যা ছিল ক্লাবের টানা চতুর্থ শিরোপা। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত বার্সা ক্যারিয়ারে তিনি লা লিগায় খেলেছেন মাত্র পাঁচ ম্যাচ।
৩৫ বছর বয়সি সিলেসেন এবার বার্সার বিপরীতে দাঁড়িয়েও দুর্দান্ত সব সেভে বড় বাধা হয়ে দাঁড়ালেন। সাতটি সেভ করেছেন তিনি। অন্যদিকে পালমাস লক্ষ্যে তিনটি শট নিয়ে দুটিকে গোল বানিয়েছে।