ভিনিসিয়াসকে কটাক্ষ করে নিষিদ্ধ হলেন নাবালক দর্শক

প্রকাশ | ০১ ডিসেম্বর ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়াসকে লক্ষ্য করে বর্ণবাদী আচরণ করে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন এক নাবালক দর্শক। তাকে আর্থিক জরিমানাও করা হয়েছে। নিজের আচরণের জন্য অনুতপ্ত হয়ে ভিনির কাছে ক্ষমাও চেয়েছেন ওই দর্শক। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল। নাবালক দর্শকের আর্থিক জরিমানার পরিমাণ উলেস্নখ করেনি খেলাধুলায় সহিংসতা, বর্ণবাদ, জেনোফোবিয়া (বিদেশি লোক বা বিদেশি কোনো কিছু সম্বন্ধে ভয়) ও অসহিষ্ণতাবিরোধী স্পেনের স্টেট কমিশন। বিবৃতিতে রিয়াল বলেছে, 'যে নাবালক আমাদের খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়রকে লক্ষ্য করে বর্ণবাদী আচরণ করেছে... ক্ষমা চেয়েছে। চিঠিতে আচরণের জন্য দুঃখও প্রকাশ করেছে। আদালতের পরামর্শে তিনি সামাজিক-শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করতে রাজি হয়েছেন। জুভেনাইল পাবলিক প্রসিকিউটর অফিস তাকে এক বছরের জন্য অফিসিয়াল প্রতিযোগিতায় স্টেডিয়ামে প্রবেশ করা থেকে বিরত থাকতে বলেছে।' নাবালক ওই দর্শক পাবলিক প্রসিকিউটর অফিস থেকে শাস্তি উলেস্নখকপূর্বক পাঠানো চিঠি হাতে পেয়ে নিজের দোষ স্বীকার করেছেন। যে কারণে ঘটনাও মীমাংসিত হয়ে গেছে।