ম্যানইউ অধ্যায় শেষে নতুন দায়িত্বে নিস্টলরয়

প্রকাশ | ০১ ডিসেম্বর ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ম্যানচেস্টার ইউনাইটেডে (ম্যানইউ) থেকে যাওয়ার মরিয়া ইচ্ছের কথা জানিয়েও থাকতে পারেননি রুড ফন নিস্টলরয়। তবে নতুন দায়িত্বের জন্য খুব বেশি অপেক্ষা করতে হলো না তাকে। ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরছেন তিনি প্রধান কোচ হয়ে। সাবেক এই ফরোয়ার্ড এখন লেস্টার সিটির কোচ। গত রোববার কোচ স্টিভ কুপারকে বরখাস্ত করার পর নতুন কোচ দ্রম্নতই নিয়োগ দিল লেস্টার সিটি। বিবৃতিতে শুক্রবার ক্লাবটি জানায়, ফন নিস্টলরয়ের সঙ্গে তাদের চুক্তির মেয়াদ ২০২৭ মৌসুমের শেষ পর্যন্ত। নেদারল্যান্ডস ও ম্যানইউয়ের সাবেক এই ফরোয়ার্ড গত জুলাইয়ে তার স্মৃতিময় ক্লাবে ফেরেন এরিক টেন হাগের কোচিং স্টাফের অংশ হয়ে। টানা বাজে পারফরম্যান্সের পথ ধরে গত মাসে ছাঁটাই করা হয় টেন হাগকে। ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পান ফন নিস্টলরয়। তার কোচিংয়ে চার ম্যাচের তিনটিতে জেতে ম্যানইউ, ড্র করে বাকি ম্যাচটি। ইউনাইটেড পরে প্রধান কোচের দায়িত্বে আনে পর্তুগিজ কোচ হুবেন আমুরিকে। ফন নিস্টলরয় এরপর বেশ কবাররুূ প্রকাশ্যে বলেন, যেকোনো ভূমিকায় ইউনাইটেডে থেকে যেতে চান তিনি। তবে স্পোর্টিং লিসনবন থেকে আমুরি তার সাপোর্ট স্টাফের সবাইকে নিয়ে আসায় সপ্তাহ দুয়েক আগে ইউনাইটেড ছাড়তে হয় ফন নিস্টলরয়কে। মজার ব্যাপার হলো, ফন নিস্টলরয় ভারপ্রাপ্ত কোচের দায়িত্বে থাকার সময় ইউনাইটেড দুই ম্যাচে বিধ্বস্ত করে লেস্টার সিটিকে। আর এই ক্লাবের দায়িত্ব নিয়ে এখন উচ্ছ্বসিত ৪৮ বছর বয়সি ডাচ গ্রেট, 'আমি গর্বিত ও রোমাঞ্চিত। লেস্টার সিটি ফুটবল ক্লাব নিয়ে যাদের সঙ্গেই কথা বলেছি, সবাই খুব উৎসাহ দিয়েছে। এই ক্লাবে কাজ করা মানুষগুলোর মান ও ক্লাবের সমর্থকদের নিয়ে দারুণ সব গল্প আছে এবং অবশ্যই ক্লাবের সাম্প্রতিক অতীতও দারুণ।'