শনিবার মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ফর্টিস এফসির বিপক্ষে গোলের পর রহমতগঞ্জের ফুটবলারদের উচ্ছ্বাস -বাফুফে
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের রেকর্ড ৬ বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। এবারের মৌসুমে তারা দল গড়েছে বিদেশি ফুটবলার ছাড়াই। শনিবার লিগে প্রথম ম্যাচটি খেলেছে আকাশী-নীলরা। মৌসুমেও এটিই প্রথম ম্যাচ তাদের। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়ংম্যান্স ক্লাবকে ২-০ গোলে হারিয়ে লিগ শুরু করেছে ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী। তবে তাদের সেই জয়টি পেতে বেশ ঘাম ঝড়াতে হয়েছে। একই দিনে মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ৩-১ গোলে হারায় ফর্টিস এফসিকে। শেষ কবে আবাহনী লিমিটেড বিদেশি খেলোয়াড় ছাড়া লিগ খেলেছে তা বলা কঠিন। এমন পরিস্থিতিতে স্থানীয় খেলোয়াড়দের নিয়ে দলটা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে কেমন করে সেটা দেখার অপেক্ষায় ছিলেন অনেকে। আশার কথা সমর্থকপুষ্ট দলটি প্রথম ম্যাচে ভালোভাবেই উৎরে গেছে। গাজীপুরে আবাহনীর সঙ্গে পালস্না দিয়ে খেলা চেষ্টা করেছে ইয়ংমেন্স। বিদেশি খেলোয়াড় নিয়ে একাধিকবার আক্রমণে গেলেও গোল পায়নি। মারুফুল হকের দলও কম দাপট দেখায়নি। যদিও আক্রমণগুলো বারের ওপর দিয়ে কিংবা পাশ দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়েছে। প্রথমার্ধে গোল পায়নি কেউ। ম্যাচের ৭০ মিনিট পর্যন্ত আবাহনীকে আটকে রেখেছিল ইয়ংম্যান্স। তবে ৭১ মিনিটে প্রথম গোলটি আদায় করে নেয় মারুফুল হকের শিষ্যরা। কামরুল ইসলামের পাসে বক্সে ঢুকে এনামুল গাজী গোলরক্ষককে পরাস্ত করে সমর্থকদের স্বস্তি এনে দেন (১-০)। আবাহনী ব্যবধান দ্বিগুণ করেছে শেষ দিকে। তাদের একজনকে ট্যাকল করতে গিয়ে ফেলে দিয়েছিলেন ইয়ংমেন্সের ডিফেন্ডার। রেফারি পেনাল্টির বাঁশি বাজাতে সময় নেননি। জাফর ইকবাল গোলরক্ষকের ডান দিক দিয়ে সহজেই জাল খুঁজে নিয়েছেন (২-০)। এই দুই গোলেই জয় নিশ্চিত হয় আবাহনীর। ম্যাচসেরা হন আবাহনীর এনামুল। ম্যাচসেরার পুরস্কার জিতে এই ফরোয়ার্ড বলেছেন, 'গোল করতে পেরে ভালো লেগেছে। দল জেতায় ভীষণ খুশি।' অন্যদিকে মুন্সীগঞ্জে রহমতগঞ্জ ৩-১ গোলের জয় পায় ফর্টিস এফসির বিপক্ষে। ম্যাচের সবগুলো গোল হয়েছে বিরতির পর। ৫৯ মিনিটে পুরোনো ঢাকার দলটি প্রথম গোল পায়। ঘানাইয়ান মিডফিল্ডার মামুদ ওশি লক্ষ্যভেদ করে এগিয়ে দেন রহমতগঞ্জকে (১-০)। এর ঠিক ৮ মিনিট পর মিসরীয় মিডফিল্ডার মোস্তফা কাহরাবার পাসে ব্যবধান দ্বিগুণ করেন স্থানীয় ডিফেন্ডার তাজ উদ্দিন (২-০)। ৭০ মিনিটে ঘানাইয়ান ফরোয়ার্ড ফেলিক্স তেতে তৃতীয় গোল করে ফর্টিস এফসিকে ব্যাকফুটে ফেলে দেন (৩-০)। পাসটি দিয়েছিলেন ঘানাইয়ান ফরোয়ার্ড স্যামুয়েল বোয়েটাং। যদিও ৭৪ মিনিটে ফর্টিসের মঞ্জুরুর রহমান মানিক গোল করে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু সফল হতে পারেনি তার দল। শেষ পর্যন্ত ৩-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ফর্টিসের। এই দুই ম্যাচ দিয়েই শেষ হয়েছে লিগের প্রথম রাউন্ড। দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে আগামী ৬ ডিসেম্বর (শুক্রবার)। যেদিন মৌসুমে দ্বিতীয়বারের মতো (লিগে প্রথম) মুখোমুখি হতে যাচ্ছে শক্তিধর বসুন্ধরা কিংস ও ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। ম্যাচটি অনুষ্ঠিত হবে সাদা-কালোদের হোম ভেনু্য কুমিলস্নার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। একই দিনে ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর প্রতিপক্ষ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।