শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

মায়ামিতে চুক্তির মেয়াদ বাড়ল সুয়ারেজের

ক্রীড়া ডেস্ক
  ২৯ নভেম্বর ২০২৪, ০০:০০
মায়ামিতে চুক্তির মেয়াদ বাড়ল সুয়ারেজের

মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামিতে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন লুইস সুয়ারেজ। চুক্তি অনুসারে ক্লাবটিতে খেলবেন আরও এক বছর। মৌসুম শুরুর আগে মেসিদের ক্লাবে যোগ দেওয়ার পর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫ গোল করেছের উরুগুয়ে তারকা। তার মধ্যে মায়ামির রেকর্ড গড়া নিয়মিত মৌসুমেই ছিল ২০ গোল।

জেরার্ডো মার্টিনো চলে যাওয়ার পর বার্সায় সুয়ারেজের সাবেক সতীর্থ হাভিয়ের মাসচেরানোকে ক্লাবটির কোচ করা হয়েছে। নতুন চুক্তির পর সুয়ারেজ তাই উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, 'আরও এক বছর ক্লাবটির হয়ে খেলতে পারব দেখে ভীষণ আনন্দিত। রোমাঞ্চিতও; এখানকার যে দর্শক প্রিয়তা, একেবারে পরিবারের মতো। যেখানে আমরা একে অপরের সঙ্গে যোগাযোগ অনুভব করি। আশায় আছি আগামী বছর হয়তো আরও আনন্দ উপহার দিতে পারব।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে