সময়ের সঙ্গে সঙ্গে এগিয়েছে বাংলাদেশের ক্রিকেট। যেখানে সবচেয়ে বড় অবদান পাঁচজন ক্রিকেটারের। তারা হলেন- সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম ও মাহমুদউলস্নাহ রিয়াদ। দেশের ক্রিকেটের সেরা এই পাঁচ তারকাকে অনেকেই 'পঞ্চপান্ডব' নামে ডাকেন। তাদের কেউ কেউ এরই মধ্যে কোনো না কোনো ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। আবার কেউ বা শিগগিরই অবসর নেবেন। হয়তোবা বছরখানেকের মধ্যে কাউকে আর বাংলাদেশের জার্সিতে দেখা যাবে না। দেশের ক্রিকেটের প্রতি তাদের অবদানের প্রতি সম্মান দেখিয়ে অবসরের পর তাদের জার্সি নম্বর তুলে রাখার পরামর্শ দিয়েছেন সাবেক ক্রিকেটার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হান্নান সরকার। নিজের ফেসবুক পেজে ৫ মিনিট ৩৫ সেকেন্ডের একটি ভিডিও দিয়ে নিজের এই ইচ্ছার কথা জানান তিনি। হান্নান বলেন, 'আমার একটা ইচ্ছা যে এমনটা করা যায় কি না। এটা আসলে সম্পূর্ণ বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যারা রয়েছেন, বোর্ডের সঙ্গে রয়েছেন, সবাই মিলে চিন্তা করতে পারি।' তিনি আরও বলেন, 'এটা আমার ব্যক্তিগতভাবে নিজের জায়গা থেকে চিন্তা করা। এই পাঁচজনের জার্সি নম্বরটা তাদের অর্জনকে মূল্যায়ন করে আলাদাভাবে রেখে দিতে পারি। এই জার্সি নম্বরগুলো হয়তোবা বাংলাদেশের নতুন কোনো ক্রিকেটারকে না দিয়ে তুলে রেখে দিলাম।' সাকিব-তামিমদের প্রশংসা করে হান্নান বলেন, ''আমরা যদি দেখি মিডিয়া বা সবার মধ্যে একটা হাইপ আপনাদের মাধ্যমে জানা যে 'পঞ্চপান্ডব'। এই পঞ্চপান্ডব শব্দটা কিন্তু সামাজিকমাধ্যমে সবার কাছে পরিচিত। এই পাঁচজনকে উলেস্নখ করেই কিন্ত আলোচনাটা এখানে চলে আসে। এই পাঁচজনকে নিয়ে আলোচনা করলে একটা কথাও কিন্তু চলে আসে এবং সেটা হলো এদের অর্জন কী।'' আর সেই দিক থেকে চিন্তা করলে আইসিসি ইভেন্ট বা বড় কোনো ট্রফি হয়তো পাইনি। ব্যক্তিগতভাবে সবার অনেক অর্জন রয়েছে। এটা নির্দ্বিধায় স্বীকার করি। (সাকিব) আমাদের বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সবার মধ্যে ছিল। তামিম, রিয়াদ কত রান করেছে, সেগুলো আর নতুন করে বলার কিছু নেই। বয়সভিত্তিক দল নিয়ে কাজ করার অভিজ্ঞতা নিয়ে হান্নান বলেন, 'এই (তরুণ) খেলোয়াড়দের অনেকেই সাকিব-তামিম-মাশরাফি-মুশফিক-রিয়াদকে দেখে বড় হয়েছে। তাদের আদর্শ হিসেবে চিন্তা করেই বড় হয়েছে। এই চিন্তা থেকে কখনো হয়তো অনেকের স্বপ্ন জেগেছে, আমি যখন সাকিব ভাইয়ের মতো ক্রিকেটার হব, তখন তার (সাকিব) ৭৫ নম্বর জার্সি পরে খেলব। মাশরাফির মতো হলে ২ নম্বর পরে খেলব। তামিম হলে ২৮, মাহমুদউলস্নাহ রিয়াদ হলে ৩০ নম্বর বা আমাদের যে খেলোয়াড়েরা এই পাঁচজনের ব্যাপারে আলাপ-আলোচনা করছি, তাদের আদর্শ মেনেই বড় হয়েছে অথবা তাদের জার্সি নম্বর গায়ে জড়ানোর স্বপ্ন নিয়ে বড় হয়েছে।'