শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

লিভারপুলের কাছে রিয়ালের হার

ক্রীড়া ডেস্ক
  ২৯ নভেম্বর ২০২৪, ০০:০০
লিভারপুলের কাছে রিয়ালের হার
গোলের পর উচ্ছ্বসিত লিভারপুলের খেলোয়াড়রা -ওয়েবসাইট

নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগে ছন্দে নেই রিয়াল মাদ্রিদ। তাদের দুর্দশা আরও প্রকট করে তুলেছে লিভারপুল। স্প্যানিশ জায়ান্টদের ২-০ গোলে হারিয়ে লিগ পর্বে শীর্ষস্থান ফিরে পেয়েছে ইংলিশ জায়ান্টরা। তাতে ১৫ বছর পর রিয়াল মাদ্রিদকে হারানোর কৃতিত্ব দেখাতে পেরেছে লিভারপুল! এই পরিসংখ্যানেই বোঝা যাচ্ছে রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক অবস্থান।

অথচ ২০১৮ ও ২০২২ সালের ফাইনালসহ সর্বশেষ আট ম্যাচেই

রিয়াল মাদ্রিদ ছিল অপরাজিত। যা এখন অতীত। 

চলতি মৌসুমে সবচেয়ে ছন্দে থাকা দলটি লিভারপুল। ৫ ম্যাচের ৫টিতেই জিতেছে। তাদের সংগ্রহ ১৫ পয়েন্ট। অপরদিকে এই হারে নকআউটে ওঠার সমীকরণটা কঠিন হয়ে গেছে রিয়ালের। ৩৬ দলের প্রতিযোগিতায় ৬ পয়েন্ট নিয়ে ২৪ নম্বরে অবস্থান করছে। 

ম্যাচের দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫২ মিনিটে সতীর্থ কনর ব্র্যাডলির সঙ্গে ওয়ান-টু করে লিভারপুলকে এগিয়ে দেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ৭৬ মিনিটে হেড করে দ্বিতীয় গোলটি করেছেন কোডি গাকপো। অবশ্য লিভারপুলের অগ্রগামিতার পর সমতা ফেরানোর সুবর্ণ সুযোগটি হারায় রিয়াল। কিলিয়ান এমবাপে পেনাল্টি পেয়েও সেটি মিস করেছেন। তার পরপর একইভাবে পেনাল্টি মিস করেন লিভারপুলের মোহাম্মদ সালাহও। 

পুরো ম্যাচেই আধিপত্য ছিল লিভারপুলের। কিলিয়ান এমবাপেকেও তারা বাক্সবন্দি করে রাখতে পেরেছে। তাতে ২০০৯ সালের পর স্প্যানিশ জায়ান্টদের হারানোর স্বাদ পেয়েছে তারা। এমন পরাজয়ের পর রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিও স্বীকার করেছেন। চ্যাম্পিয়ন্স লিগে ধুঁকছে তার দল। যারা ৫ ম্যাচের তিনটিতেই হার মেনেছে। ম্যাচের পর তিনি বলেছেন, 'আমার মনে হয় ফলাফলটা যথার্থ ছিল। লিভারপুল জয়ের যোগ্য দল ছিল।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে