শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

উইলিয়ামসনের সাত রানের আক্ষেপ

ক্রীড়া ডেস্ক
  ২৯ নভেম্বর ২০২৪, ০০:০০
উইলিয়ামসনের সাত রানের আক্ষেপ
৯৩ রানের ইনিংস খেলেন কেন উইলিয়ামসন -ওয়েবসাইট

সিরিজের প্রথম টেস্টে শুরুটা ভালো ছিল না ইংল্যান্ডের। বিপরীতে কেন উইলিয়ামসনের ব্যাটে নিউজিল্যান্ড প্রতিরোধ গড়ে খেলেছে। কিন্তু উইলিয়ামসনকে ৭ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত করে পরে লড়াইয়ে ফিরেছে ইংল্যান্ড। বৃহস্পতিবার ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন স্বাগতিকদের ৮ উইকেটে নিতে পেরেছে তারা। কিউইরা দিন শেষ করেছে ৩১৯ রানে। ক্রিজে আছেন গেস্নন ফিলিপস (৪১) ও টিম সাউদি (১০)।

সবুজ পিচে টস জিতে শুরুতে বোলিং নেয় ইংল্যান্ড। দ্বিতীয় ওভারেই আঘাত হানেন গাস অ্যাটকিনসন। ফিরতি ক্যাচে ফেরান ডেভন কনওয়েকে (২)। তার পর ল্যাথাম-উইলয়ামসন মিলে ধাক্কা সামাল দিয়েছেন। ফিফটি পার্টনারশিপ উপহার দেন তারা। ল্যাথামকে (৪৭) ফিরিয়ে জুটি ভাঙেন কার্স। তার পর যতবারই নিউজিল্যান্ড প্রতিরোধ গড়ার চেষ্টা করেছে সেখানে আঘাত হেনেছে ইংল্যান্ড। রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেলের সঙ্গেও হাফসেঞ্চুরি পার্টনারশিপ গড়েছেন উইলিয়ামসন।

কিন্তু কিউই ব্যাটারদের আত্মহুতির কারণে স্থায়ী হয়নি জুটি। উইলিয়ামসনেরও দুর্ভাগ্য সাত রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন তিনি। অ্যাটকিনসনের শর্ট বলে কাট করতে গিয়ে কাটা পড়েছেন ৯৩ রানে। অভিজ্ঞ ব্যাটসম্যানের প্রতিরোধ ভাঙতেই আরও গভীরে আঘাত হানার সুযোগ পেয়ে যান শোয়েব বশির। দ্রম্নত টম বস্নান্ডেল (১৭) ও নাথান স্মিথকে (৩) ফিরিয়েছেন। ম্যাট হেনরিকে বিদায় দিয়ে ভেঙেছেন ৪৬ রানের দ্রম্নতগতির অষ্টম উইকেট জুটি! ৪১ রানে অপরাজিত থাকা গেস্নন ফিলিপসকেও ফেরানোর সুযোগ হাতছাড়া করেছে তারা। তখন শূন্য রানে ব্যাট করছিলেন তিনি। প্রথম দিনের সেরা বোলার ছিলেন অফস্পিনার শোয়েব বশির। ৬৯ রানে ৪ উইকেট নিয়েছেন। দুটি করে নিয়েছেন গাস অ্যাটকিসন ও ব্রাইডন কার্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে