শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

শেষ দুই ওয়ানডের দলে দিলারা

ক্রীড়া ডেস্ক
  ২৯ নভেম্বর ২০২৪, ০০:০০
শেষ দুই ওয়ানডের দলে দিলারা
শেষ দুই ওয়ানডের দলে দিলারা

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলা শারমিন আক্তার সুপ্তা চোটে পড়েছেন। তাকে নিয়ে আছে কিছুটা অনিশ্চয়তা। এই অবস্থায় শেষ দুই ওয়ানডের দলে কিপার-ব্যাটসম্যান দিলারা আক্তারকে স্কোয়াড নেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, দিলারা ১৬তম সদস্য হিসেবে স্কোয়াড যুক্ত হচ্ছেন। নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন সংবাদমাধ্যমকে জানান, 'ফিল্ডিং করতে গিয়ে সুপ্তার ক্রাম্প হয়েছে। তবে আশা করা যাচ্ছে তা সেরে যাবে।' দিলারাকে যুক্ত করার কারণ টপ অর্ডারে ব্যাটিং বিকল্প বাড়ানো।

বুধবার মিরপুরে প্রথম ওয়ানডেতে আইরিশদের বিধ্বস্ত করে বাংলাদেশের মেয়েরা। আগে ব্যাট করে সুপ্তার ৮৯ বলে ৯৬ রানের ঝড়ো ইনিংসে ২৫২ রান করে নিগার সুলতানা জ্যোতির দল। পরে দারুণ বল করে সফরকারীদের গুটিয়ে দেয় ৯৮ রানে। আগামীকাল শনিবার একই ভেনু্যতে দ্বিতীয় ম্যাচে নামবে বাংলাদেশ-আয়ারল্যান্ড। সিরিজটি উইমেন চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় প্রতিটি ম্যাচের বাংলাদেশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের পরিবর্তিত নারী দল : নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, মুরশিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা ও দিলারা আক্তার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে