টানা পাঁচ ম্যাচ হার দেখা ম্যানসিটির জন্য অবিশ্বাস্য এক রাত কাটল। মঙ্গলবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে এক ঘণ্টার মধ্যে তিন গোল করে জয়খরা কাটানোর আভাস দিয়েছিল তারা। কিন্তু দারুণ অবস্থানে থেকেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি পেপ গার্দিওয়ালার দল। ডাচ ক্লাব ফেনুর্দের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে সিটিজেনরা। এনিয়ে তাদের জয়খরা বেড়ে দাঁড়ালো টানা ছয় ম্যাচে।
আর্লিং হাল্যান্ড জোড়া গোল করে ম্যানসিটিকে গত পাঁচ ম্যাচ হারের দুঃখ ঘুচানোর পথ তৈরি করে দেন। কিন্তু রক্ষণের মারাত্মক সব ভুলে শেষ দিকে তাদের গোলপোস্ট অরক্ষিত হয়ে পড়ে। তিন গোলে এগিয়ে থেকেও পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে। আট পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নস লিগ টেবিলের ১৫তম স্থানে নেমে যেতে হলো। ১৯৬৩ সালের পর প্রথমবার সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ছয় ম্যাচে দুই বা তার বেশি গোল খেলো। ওইবার তারা ইংলিশ শীর্ষ ফুটবল থেকে অবনমিত হয়েছিল।
এছাড়া চ্যাম্পিয়নস লিগে প্রথম দল হিসেবে ম্যানসিটি ৭৫ মিনিট পর্যন্ত তিন গোলের লিড নিয়েও জিততে ব্যর্থ হলো। তাদের ডিফেন্ডার নাথান আকে বললেন, 'কঠিন। আমরা ভালো খেললাম, সবকিছু নিয়ন্ত্রণে ছিল। তারপর পরিস্থিতি পাল্টে গেলো। আমাদের মানসিকভাবে শক্ত থাকতে হবে, নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে। এখান থেকে বের হওয়ার উপায় খুঁজতে হবে। ৩-০ তে এগিয়ে থাকার পরও ঘরের মাঠে ড্র করা হারের অনুভূতি দেয়।'