শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

ব্রাজিলিয়ান রবসনের কাঠগড়ায় কিংস

ক্রীড়া প্রতিবেদক
  ২৮ নভেম্বর ২০২৪, ০০:০০
ব্রাজিলিয়ান রবসনের কাঠগড়ায় কিংস
ব্রাজিলিয়ান রবসনের কাঠগড়ায় কিংস

বাংলাদেশের ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরু হয়েছে। টানা পাঁচবার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসে ব্রাজিলিয়ান ফুটবলার রবসন রবিনহো থাকছেন না এটা নিশ্চিত হয়েছে মাসখানেক আগেই। বুধবার সকালে রবসন সামাজিক মাধ্যমে এক পোস্টে কিংসে নিজের অধ্যয়ের ইতি টানার পাশাপাশি কিছু প্রশ্নও উত্থাপন করেছেন।

বসুন্ধরা কিংসের গত কয়েক মৌসুম প্রাণভোমরা ছিলেন রবসন। এক যুগের মধ্যে বাংলাদেশে খেলা সেরা বিদেশিদের মধ্যে রবসন ছিলেন অন্যতম। নিজে গোল করেছেন আবার করিয়েছেন। অধিনায়কত্বের আর্মব্যান্ডও ছিল তার হাতে। রবসনের অনুপস্থিতি ইতোমধ্যে টের পেয়েছে বসুন্ধরা কিংস। এএফসি চ্যালেঞ্জ লিগ ও ঘরোয়া ফুটবলে চ্যালেঞ্জ কাপে রবসনের শূন্যতা স্পষ্টত হয়েছে ব্যাপকভাবেই। স্প্যানিশ কোচ অস্কার ব্রম্নজনের মতো ফুটবলার রবসনের সমাপ্তিটাও সুখকর হয়নি। অস্কার বিদায় বেলায় ফেসবুক পোস্টে কিংসের এক কর্মকর্তার দিকে ইঙ্গিত দিয়েছিলেন। রবসনের পোস্টেও এ রকম পুনরাবৃত্তি। ব্রাজিলিয়ানের পোস্টের একটা অংশের বাংলা অনুবাদ করলে এ রকম দাঁড়ায়, 'কিছু মানুষ ক্লাবকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছে। এতে শুধু খেলোয়াড়দের নয়, ক্লাবেরও ক্ষতি হচ্ছে। তাই আমার সমর্থকদের অবগতির জন্য জানাচ্ছি দুই পক্ষের জন্য ভালো হয় এমন কিছুর জন্য আলোচনা করেছি, কিন্তু ক্লাব কোনো প্রতিশ্রম্নতি রাখেনি। ৮ মাসের বেতন না পেয়ে আমার এই অধ্যায় শেষ হতে যাচ্ছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে