শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

গ্রেভস-রোচের জুটিতেই ম্যাচ শেষ হয়ে গেছে : মিরাজ

ক্রীড়া ডেস্ক
  ২৮ নভেম্বর ২০২৪, ০০:০০
গ্রেভস-রোচের জুটিতেই ম্যাচ শেষ হয়ে গেছে : মিরাজ
মেহেদী হাসান মিরাজ

আরও একটি টেস্ট ম্যাচ, বাংলাদেশের আরও একটি হার। এবং আরও একবার ব্যাটারদের ব্যর্থতায় দলের ভরাডুবি। ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ওয়েস্ট ইন্ডিজের কাছে অ্যান্টিগা টেস্ট হেরে ব্যাটিং ব্যর্থতার কথা স্বীকার করেছেন। তবে তার মনে হচ্ছে প্রথম ইনিংসে ৮ম উইকেটে জাস্টিন গ্রেভস ও কেমার রোচের জুটিতেই ঠিক হয়ে যায় ম্যাচের গতিপথ।

প্রথম ইনিংসে এক পর্যায়ে ওয়েস্ট ইন্ডিজকে বেশ ভালোভাবেই চেপে ধরেছিল বাংলাদেশ। সেই চাপের মধ্যে দারুণ এক জুটি গড়ে দলকে চারশ' পার করান গ্রেভস ও রোচ। সেখানেই ম্যাচটা বাংলাদেশের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মনে করেন মিরাজ। পরে পরাজয় আরও ত্বরান্বিত হয়েছে ব্যাটিং ব্যর্থতায়। তবে পরের টেস্টে সব ভুল শুধরে দেবেন তারা, আশা বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়কের।

মঙ্গলবার অ্যান্টিগা টেস্টের পঞ্চম দিনে এক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায় আনুষ্ঠানিকতা। বাংলাদেশকে গুঁড়িয়ে ২০১ রানে জিতে যায় ক্যারিবিয়ানরা। ৩৩৪ রানের লক্ষ্যে বাংলাদেশ করতে পারে ১৩২ রান। টস জিতে এই টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে দিয়েছিল বাংলাদেশ। তারা প্রথম ইনিংসে তুলে নেয় ৪৫০ রান। বাংলাদেশ ৯ উইকেটে ২৬৯ রান তুলে ইনিংস ছেড়ে দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে আটকে দেয় ১৫২ রানে। তাসকিন ৬৪ রানে নেন ৬ উইকেট। তবে প্রথম ইনিংসের ১৮১ রানের লিড থাকায় রেকর্ড লক্ষ্য দিতে পারে ক্যারিবিয়ানরা।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে বড় পুঁজি পাইয়ে দিতে ১১৫ রানের ইনিংস খেলেন গ্রেভস। ২৬১ রানে ৭ উইকেট পড়ার পর কেমার রোচকে নিয়ে তিনি যোগ করেন ১৪০ রান। মিরাজের মতে ম্যাচের মোড় ঘুরেছে তখনই, 'আমার মনে হয় আমরা ভালো বল করেছি। বিশেষ করে তাসকিন ছয় উইকেট পেয়েছে। আসলে তারা খুব ভালো জুটি গড়েছে (প্রথম ইনিংসে)। ৭ উইকেট পড়ে যাওয়ার পর (২৬১ রানে) ১৪০ রানের জুটি গড়েছে। আমার মনে হয় খেলা ওখানেই শেষ হয়ে গেছে।'

ম্যাচ আসলে নিজেদের প্রথম ইনিংসেও শেষ করেছে বাংলাদেশ। উইকেটে আহামরি জুজু না থাকলেও টপ অর্ডার আরও একবার ব্যর্থ, মিডল অর্ডার থেকেও আসেনি বড় কিছু। দ্বিতীয় ইনিংসে সবাই মিলেই ব্যর্থ। মিরাজ স্বীকার করলেন তাদের ঘাটতি। তার আশা এই খামতির জায়গুলো পরের টেস্টের আগে আলোচনার মাধ্যমে ঠিক করে নেবেন তারা, 'আসলে আমরা ভালো ব্যাট করিনি এই ম্যাচে। আমার মনে হয় আমাদের কিছু ভুল হয়েছে। এটা হতেই পারে। আমরা আশা করি শক্তভাবে ফিরে আসব। পরের ম্যাচে আরেকটা ভালো সুযোগ। আমরা জানি কোথায় ভুল করেছি। আমরা কথা বলব এটা নিয়ে। আমি আশা করছি। এই টেস্টে আমাদের ঘাটতি ছিল। আমরা ব্যাটিং ফোকাস করব। কীভাবে আরও ভালো করা যায় আলাপ করব।' এই ম্যাচে ক্যারিবিয়ান পেসের সামনে যতটা নড়বড়ে ছিল বাংলাদেশ, পরের টেস্ট নিয়েও আশার জায়গা কম। তবে অধিনায়কের বিশ্বাস, তার দল পারবে ঘুরে দাঁড়াতে। মিরাজ বলেন, 'এই ম্যাচে আমাদের ঘাটতির কিছু জায়গা ছিল। কোনো ইনিংসেই ভালো ব্যাট করতে পারিনি আমরা। কথা বলতে হবে যে, কীভাবে ভালো করতে পারি আমরা। কারণ পরের ম্যাচে আমাদের ভালো সুযোগ থাকবে। ছেলেরা জানে, এই ম্যাচে কোথায় ভুল করেছে তারা। আমাদের তাই অনেক উন্নতি করতে হবে। পরের ম্যাচে ভালো করা নিয়েই ভাবছি আমরা। এসব নিয়ে কথা বলব আমরা।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে