বসুন্ধরা এখনো আবাহনী-মোহামেডানের সমকক্ষ নয় : মারুফুল
প্রকাশ | ২৭ নভেম্বর ২০২৪, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
প্রিমিয়ার লিগ শুরু হতে বেশি দিন বাকি নেই। শুক্রবার থেকে মাঠে গড়াচ্ছে ১০ দলের লড়াই। ১০ দল বলা হলেও পরিষ্কারভাবে বসুন্ধরা কিংস সব দিক দিয়ে এগিয়ে। অন্তত অভিষেকের পর থেকে এখনো পর্যন্ত তাদের কাছ থেকে লিগের ট্রফি কেউ নিতে পারেনি। কিংসের ডেরাতে রয়েছে টানা পাঁচটি লিগ ট্রফি। তবে বসুন্ধরা যতই বর্তমান সময়ের সেরা দল হোক না কেন, দেশের স্বনামধন্য কোচ মারুফুল হক বলছেন অন্য কথা।
গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আবাহনী লিমিটেডের বর্তমান কোচ মারুফুল হক বলেছেন, 'বসুন্ধরা কিংস আরও ২০ বার চ্যাম্পিয়ন হলে আবাহনী-মোহামেডানের কাতারে আসবে। এখনই বলা যাবে না যে তাদের কাতারে চলে এসেছে।' তার এমন উক্তি নিয়ে সোশ্যাল মিডিয়ার ফুটবল গ্রম্নপগুলোতে বিতর্ক উস্কে দিয়েছে।
এ নিয়ে মারুফুল হকের ব্যাখ্যা, 'আমি কেন সে কথা বলেছি তা আগে বুঝতে হবে। বসুন্ধরা বর্তমান সময়ে অন্যতম সেরা দল। তবে তাদের দুই ঐতিহ্যবাহী দলের সমকক্ষ হতে হলে অনেক সময় লাগবে। আবাহনী-মোহামেডান দেশের দুই ঐতিহ্যবাহী দল। তাদের সমর্থনও বেশি। দুই দলের জন্য দেশের সমর্থকরা বিভক্ত হয়ে পড়ে। দুই দল নিয়ে ভক্ত-সমর্থকদের আবেগ-ভালোবাসা কম নয়।'
এরপরই আরও যুক্তি তুলে ধরে দেশের প্রথম উয়েফা 'এ' লাইসেন্সধারী কোচের ভাষ্য, 'আবাহনী-মোহামেডান এখন পর্যন্ত যতবার সব খেলার ট্রফি জিতেছে তা বসুন্ধরা জিততে পারেনি। আরও ২০ বার লিগ চ্যাম্পিয়ন হলে তখন সমকক্ষ বলে ধরা যাবে। সুতরাং যখন ওরা জিততে পারবে (২০ বার), তখনই তুলনা করা যাবে। এর আগে নয়।'