শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

রোনালদোর জোড়া গোলে আল নাসরের জয়

ক্রীড়া ডেস্ক
  ২৭ নভেম্বর ২০২৪, ০০:০০
রোনালদোর জোড়া গোলে আল নাসরের জয়
এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে কাতারের আল খোরে আল গারাফারের বিপক্ষে গোল করে উচ্ছ্বসিত ক্রিশ্চিয়ানো রোনালদো -ওয়েবসাইট

বয়সের ছাপ পারফরম্যান্সে একদমই পড়তে দিচ্ছেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। ৩৯ বছর বয়সেও প্রতিপক্ষের সীমানায় নিয়মিত ভয়ংকর হয়ে উঠছেন তিনি। ক'দিন আগে জাতীয় দলের হয়ে জোড়া গোল করা পর্তুগিজ তারকা এবার ম্যাচে দুটি গোল করলেন ক্লাবের জার্সিতে। তার নৈপুণ্যে দারুণ জয় পেল আল নাসর

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সোমবার রাতে কাতারের ক্লাব আল গারাফার বিপক্ষে দুই গোল করেন রোনালদো। ম্যাচটি ৩-১ গোলে জয় পায় রোনালদোর দল আল নাসর। এই দিনের এই জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের পশ্চিমাঞ্চলের পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে এসেছে আল নাসর। ৫ ম্যাচে রোনালদোর দলের পয়েন্ট ১৩। এক ম্যাচ কম খেলা আল হিলার ১২ পয়েন্ট নিয়ে আছে তাদের পরে। ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আল আহলি।

এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে কাতারের আল খোরে আল গারাফারের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে দলকে হতাশ করেন রোনালদো। অন্তত তিনটি সুযোগ কাজে লাগাতে পারেননি পর্তুগিজ মহাতারকা। তবে দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই দলকে এগিয়ে নেন তিনি। দারুণ হেডে খুঁজে নেন ঠিকানা। রোনালদো তার দ্বিতীয় গোলটি করেন ৬৪ মিনিটে। ডি-বক্সে সতীর্থের পাস পেয়ে একজনকে কাটিয়ে জোরালো শটে পরাস্ত করেন গোলরক্ষককে।

চলতি মাসেই নেশন্স লিগের ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে পর্তুগালের ৫-১ ব্যবধানে জয়ের ম্যাচে ২ গোল করেন রোনালদো। আন্তর্জাতিক বিরতি থেকে ফিরে সৌদি প্রো লিগে আল কাদসিয়াহর বিপক্ষেও পান তিনি জালের দেখা। দুর্দান্ত পথচলায় মৌসুমে ফের জোড়া গোলের উলস্নাসে মাতলেন তিনি। চলতি মৌসুমে আল নাসরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭ ম্যাচ খেলে রোনালদোর গোল হয়ে গেল ১৩টি। অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। আর সব মিলিয়ে পেশাদার ক্যারিয়ারে রোনালদোর গোল এখন ৯১৩টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে