শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

মিরপুরে গণমাধ্যমকর্মীদের দেখে চমকে গেলেন আইরিশ অধিনায়ক

ক্রীড়া প্রতিবেদক
  ২৭ নভেম্বর ২০২৪, ০০:০০
মিরপুরে গণমাধ্যমকর্মীদের দেখে চমকে গেলেন আইরিশ অধিনায়ক
মিরপুরে গণমাধ্যমকর্মীদের দেখে চমকে গেলেন আইরিশ অধিনায়ক

প্রথম ওয়ানডেতে আজ বুধবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে আয়ারল্যান্ড নারী দল। এর আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস। মিরপুরে সংবাদ সম্মেলনে কক্ষে ঢুকতেই বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের দেখে চমকে ওঠেন তিনি।

মূলত, নারী ক্রিকেটারদের সিরিজে মিডিয়ার উপস্থিতি সেভাবে দেখা যায় না। কিন্তু এবার আয়ারল্যান্ড সিরিজে অনুশীলন থেকে শুরু করে ট্রফি উন্মোচন সব জায়গায়তে মিডিয়ার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাই অবাক হয়েছেন আইরিশ অধিনায়কও।

এ নিয়ে সংবাদ সম্মেলনে লুইস বলেন, 'এটা দুর্দান্ত। আমার অভিজ্ঞতায় আমি এত ক্যামেরা দেখিনি। হয়তো লরা (ডেলেনি) দেখেছে। তবে হঁ্যা, এটা দারুণ। ট্র্রফি উন্মোচনেও নারী ক্রিকেটারদের ঘিরে এত মিডিয়া দেখতে পারা দুর্দান্ত একটা ব্যাপার। আমরা এখানে খুব ভালো আথিতেয়তা পাচ্ছি। ঢাকায় দারুণ সময় কাটছে।'

এর আগে স্পন্সর ছাড়া অনুষ্ঠিত হতো নারীদের সিরিজ। তবে এবার বেশ ঘটা করেই পৃষ্ঠপোষক পাওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাই সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনেও ছিল সংবাদকর্মীদের ভিড়। আর এই অর্জনকে ক্রিকেটারদের পরিশ্রমের ফল বলে মন্তব্য করেছেন অধিনায়ক জ্যোতি।

তিনি বলেন, 'সবকিছু (মানুষের আগ্রহ, প্রত্যাশা, স্পন্সর আসা) কিন্তু আমরাই তৈরি করেছি। আজকে যদি আপনারা এখানে এসে থাকেন, প্রশ্ন করছেন আগে ভালো ছিল বা এমন-অমন ছিল, এটা আমরাই তৈরি করেছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে