সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

কলম্বিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক
  ২৬ নভেম্বর ২০২৪, ০০:০০
কলম্বিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

কোপা আমেরিকার পর চলতি বছর কনমেবল অনূর্ধ্ব-২০ ফুটসালের শিরোপা জিতেছে আর্জেন্টিনা। টুর্নামেন্টের দশম আসরের ফাইনালে কলম্বিয়াকে উড়িয়ে দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে আকাশি-নীলরা।

সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ২-০ গোলে উড়িয়ে ফাইনালের টিকিট কাটে আলবিসেলেস্তেরা। লিমার ভিলা এল সালভাদর স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় কলম্বিয়ার। ম্যাচের প্রথমার্ধে ৩-২ দুইয়ে এগিয়ে যায় আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের হয়ে গোলগুলো করেন সোনের, আলভারেজ, গ্রানাডা ও সিলগুয়েরো। কলম্বিয়ার হয়ে দুই গোলই করেন লিলে। শিরোপা নির্ধারণী ম্যাচে কলম্বিয়াকে ৪-২ গোলে হারায় আর্জেন্টিনা। এই টুর্নামেন্টে নিজেদের প্রথম শিরোপা জিতেছিল ২০১৬ সালে।

এর আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ৩-০ গোলের জয়ে টুর্নামেন্ট শেষ করেছে ব্রাজিল। ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল।

সেলেসাওদের হয়ে প্যারাগুয়ের জালে প্রথম বল জড়ান পেট্রাক। এরপর ব্যবধান দ্বিগুণ করেন নাসসিমিয়েন্টোর। দ্বিতীয়ার্ধে ম্যাচের তৃতীয় ও শেষ গোলটি আসে রেজেন্দের পা থেকে।

টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ব্রাজিল। ১০ বারের টুর্নামেন্টে আটবারই চ্যাম্পিয়ন হয় সেলেসাওরা। পেরুর লিমাতে বসা দশম আসরেও ব্রাজিলের সুযোগ ছিল নবম শিরোপা ঘরে তোলার। কিন্তু সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে হেরে শিরোপার দৌড় থেকে ছিটকে যায় ব্রাজিল। তাই তৃতীয় হয়েই টুর্নামেন্ট শেষ করতে হয় হলুদ জার্সিধারীদের।

২০০৪ সালে প্রথমবারের মতো পর্দা উঠে কনমেবল সাব-২০ ফুটসাল টুর্নামেন্টের। এরপর ২০০৬, ২০০৮, ২০১০, ২০১৩ ও ২০১৪ পর্যন্ত টানা ছয় আসর চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। মধ্যখানে ২০১৬ সালে প্রথম শিরোপা জিতে আর্জেন্টিনা। পরবর্তী দুই আসর তথা ২০১৮ ও ২০২২ কনমেবল সাব-২০ ফুটসাল টুর্নামেন্টের শিরোপা আবারও নিজেদের ঘরে তোলে সেলেসাওরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে