বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট সহজে জিতে পাঁচ ম্যাচের সিরিজের ১-০তে এগিয়ে গেল ভারত। সোমবার চতুর্থ দিনে অস্ট্রেলিয়াকে ২৩৮ রানে অলআউট করে ২৯৫ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে বুমরাহর দল। অস্ট্রেলিয়ার হারের দিন লজ্জার এক রেকর্ডে নাম উঠল স্বাগতিকদের।
১৯৭৭ সালের ৩০ ডিসেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়াকে ২২২ রানে হারিয়েছিল ভারত। এবার সেই রেকর্ড ভেঙে দিয়েছে জসপ্রিত বুমরাহর দল। রানের হিসাবে বিদেশের মাটিতে এটি ভারতের তৃতীয় সর্বাধিক ব্যবধানে জয়। অ্যান্টিগায় ২০১৯ সালে এশিয়ার দলটি ওয়েস্ট ইন্ডিজকে ৩১৮ রানে হারিয়েছিল। শ্রীলংকার বিপক্ষে গলে ২০১৭ সালে তারা ৩০৪ রানের জয় পায়।
পার্থে ভারতকে প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে গুটিয়ে দেয়ার পরও, ভারতীয়দের বোলিং তোপে অস্ট্রেলিয়া প্রথম ইনিংস থামে ১০৪ রানে। দ্বিতীয় ইনিংসে বড় সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়াকে ৫৩৪ রানের লক্ষ্য দেয় ভারত। সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে আবারও ব্যাটিং বিপর্যয়ে পরে অজিরা, যা আর কাটিয়ে উঠতে পারেনি তারা। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ২৩৮ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।
এদিকে দুই ইনিংসেই টপ অর্ডারদের উইকেটের পতন আধুনিক ক্রিকেট ইতিহাসে দেখেনি অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৩১ রানে এবং দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭ রানে ৪ উইকেট হারায় অজিরা। ১৮৮৮ সালের পর এই প্রথম দুই ইনিংস মিলিয়ে অস্ট্রেলিয়ার চার ব্যাটসম্যান এত রান করল।
১৮৮৮ সালে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে অজিদের প্রথম চার ব্যাটার মিলে দুই ইনিংসে ৩৮ রান করেন। একই বছর টেস্টে লর্ডস এবং সিডনিতে সমান ৪০ রান করে তোলেন অস্ট্রেলিয়ার প্রথম চার ব্যাটার।
সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী মাসের ৬ তারিখ। সেই ম্যাচে অবশ্যই ঘুরে দাঁড়াতে চাইবে অস্ট্রেলিয়া।
এই জয়ের ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে পয়েন্ট টেবিলে আবারো শীর্ষস্থান ফিরে পেয়েছে ভারত। দলটির শতকরা পয়েন্ট এখন ৬১.১১ শতাংশ। ১৫ খেলায় ৯ জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ১১০। দুইয়ে নেমে যাওয়া অস্ট্রেলিয়া ১৩ ম্যাচে ৮ জয় ও এক ড্রয়ে ৯০ পয়েন্টে রয়েছে। অজিদের শতকরা পয়েন্ট ৫৭.৬৯ শতাংশ।