সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

আন্তর্জাতিক টি২০তে সর্বনিম্ন ৭ রানে অলআউটের বিশ্বরেকর্ড

ক্রীড়া ডেস্ক
  ২৬ নভেম্বর ২০২৪, ০০:০০
আন্তর্জাতিক টি২০তে সর্বনিম্ন ৭ রানে অলআউটের বিশ্বরেকর্ড
২০ ওভারের ক্রিকেটে ৭ রানে অলআউট, তাও আবার শখের কোনো ক্রিকেট নয়। রীতিমতো আন্তর্জাতিক ক্রিকেটে ঘটেছে এই ঘটনা। নাইজেরিয়ার বিপক্ষে এমন বিব্রতকর বিশ্ব রেকর্ড গড়েছে আইভরি কোস্ট -ওয়েবসাইট

টি-২০ বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলে বাছাইপর্বে ঘটেছে চমকপ্রদ এক ঘটনা। ম্যাচে আগে ব্যাট করতে নেমে নাইজেরিয়া টি-২০'র ইতিহাসে অষ্টম সর্বোচ্চ ২৭১ রান সংগ্রহ করে। জবাবে মাত্র ৭ রানেই অলআউট হয়ে আন্তর্জাতিক টি-২০তে সর্বনিম্ন দলীয় রানের বিশ্বরেকর্ড গড়েছে আইভরি কোস্ট।

মাত্র দুই মাস আগে সিঙ্গাপুরের বিপক্ষে মঙ্গোলিয়ার ১০ রানে অলআউট হয়েছিল। আইভরি কোস্ট চরম ব্যাটিং ব্যর্থতায় সেই রেকর্ড ভেঙে দিয়েছে।

রোববার আফ্রিকা মহাদেশের উপ-আঞ্চলিক বাছাইয়ে নাইজেরিয়া ২৬৪ রানের বড় ব্যবধানে জয় পায়। এটি আন্তর্জাতিক টি-২০তে রানের বিচারে তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়। এর আগে গাম্বিয়ার বিপক্ষে জিম্বাবুয়ে ২৯০ এবং মঙ্গোলিয়ার বিপক্ষে নেপাল ২৭৩ রানে জিতেছিল।

নাইজেরিয়ান ওপেনার সেলিম সালাউ খেলেন ৫৩ বলে ১১২ রানের ইনিংস। ২ ছক্কা ও ১৩ চার মারা সেলিম 'আহত অবসর' হয়ে মাঠ ছাড়েন। আরেক ওপেনার সুলাইমন রানসিউয়ি করেন ২৯ বলে ৫০ রান।

পাহাড় সমান লক্ষ্য তাড়া করত নামা আইভরি কোস্টের ওপেনার ওত্তারা মোহাম্মদ যখন প্রথম ওভারের শেষ বলে আউট হন, স্কোরবোর্ডে ৪ রান। টানা দুই বলে দুটি ডাবলস নিয়ে পরের বলে তিনি আউট হন। মাত্র ওই ৪ রানের পরই ধসে পড়ে পুরো ব্যাটিং লাইনআপ। আর ৩ রান তুলতেই একে একে আউট হয়ে যান বাকি ৯ ব্যাটসম্যান।

সর্বনিম্ন ৭ রানে অলআউট হলেও আন্তর্জাতিক টি-২০তে সবচেয়ে কম বলে অলআউটের লজ্জায় পড়েনি আইভরি কোস্ট। দলটি খেলেছে ৭.৩ ওভার বা ৪৫ বল, সর্বনিম্ন বলে অলআউটের রেকর্ডটা রয়ে গেছে ২০২৩ সালে নাইজেরিয়ার বিপক্ষে রুয়ান্ডার, দলটি ৩৭ বল খেলে ২৪ রানেঅলআউট ২৪ হয়েছিল। গত মাসে সিয়েরা লিওনের বিপক্ষে মাত্র ২১

রানে আইভরি কোস্ট অলআউটের নজির গড়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে