প্রথম দিনেই মাঠে নামবে লিগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল

শুক্রবার থেকে ৫ ভেনু্যতে শুরু প্রিমিয়ার ফুটবল লিগ

প্রকাশ | ২৬ নভেম্বর ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
ঘরোয়া ফুটবলের ব্যস্ততা শুরু হয়ে গেছে। ২২ নভেম্বর চ্যালেঞ্জ কাপের ম্যাচ দিয়ে শুরু হয়েছে ২০২৪-২৫ মৌসুম। শুক্রবার থেকে মাঠে গড়াচ্ছে দেশের ফুটবলের অন্যতম আকর্ষণীয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এরপর ৩ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে ফেডারেশন কাপ। বরাবরের মতোই ঢাকায় ও ঢাকার বাইরে হবে লিগ ও ফেডারেশন কাপের খেলা। এরই মধ্যে ঠিক হয়ে গেছে এই দুই আসরের ফিক্সচার। ঘরোয়া ফুটবলে সাধারণত বিগত লিগের চ্যাম্পিয়ন ও নিচের স্তর থেকে প্রিমিয়ারে উত্তীর্ণ হওয়া দলের সঙ্গে ম্যাচ দিয়ে খেলা শুরু হতো। গত আসর থেকে সফটওয়্যারের মাধ্যমে ফিকশ্চার হওয়ায় এবার ব্যতিক্রম হচ্ছে। প্রথম দিনই মাঠে নামবে গত মৌসুমে ট্রেবল জেতা বসুন্ধরা কিংস ও তিনটিতেই রানার্সআপ হওয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। প্রিমিয়ার লিগে এবার দল ১০টি। বসুন্ধরা কিংস, মোহামেডান, আবাহনী, চট্টগ্রাম আবাহনী, পুলিশ এফসি, ফর্টিস এফসির, রহমতগঞ্জ, ব্রাদার্স, ঢাকা ওয়ান্ডারার্স ও ফকিরেরপুল ইয়ংমেন্স খেলবে এই লিগে। এবারের প্রিমিয়ার লিগ হবে ৫ ভেনু্যতে। এবার ভেনু্যর তালিকায় যোগ হয়েছে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়াম। গত মৌসুমে খেলা হওয়া বসুন্ধরা কিংস অ্যারেনা, ময়মনসিংহের রফিকউদ্দিন ভুইয়া স্টেডিয়াম, কুমিলস্নার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ও মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামেও হবে খেলা। ভেনু্যর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামকে। একটি ভেনু্যকে দুটি করে ক্লাব হোম হিসেবে নিয়েছে। দেশের দুই জনপ্রিয় ক্লাব মোহামেডান ও আবাহনীর হোম ভেনু্য কুমিলস্না, কিংস ও ফার্টিসের হোম ভেনু্য কিংস অ্যারেনা, ব্রাদার্স ও রহমতগঞ্জের হোম ভেনু্য মুন্সীগঞ্জ, দুই নবাগত ওয়ান্ডারার্স ও ইয়ংমেন্সের হোম ভেনু্য গাজীপুর এবং চট্টগ্রাম আবাহনী ও বাংলাদেশ পুলিশের হোম ভেনু্য ময়মনসিংহ। সপ্তাহে দুই দিন শুক্র ও শনিবার থাকছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা। সপ্তাহে একদিন মঙ্গলবার হবে ফেডারেশন কাপের ম্যাচ। ২৯ নভেম্বর (শুক্রবার) উদ্বোধনী দিনে বাংলাদেশ প্রিমিয়ার লিগের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। মুন্সীগঞ্জে ব্রাদার্স খেলবে পুলিশের বিপক্ষে, গাজীপুরে ওয়ান্ডারার্স খেলবে মোহামেডানের বিপক্ষে, কিংস অ্যারেনায় স্বাগতিকরা খেলবে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। লিগের প্রথম পর্ব শেষ হবে আগামী ২৫ জানুয়ারি। ফেডারেশন কাপের প্রথম পর্ব শেষ হবে ৪ ফেব্রম্নয়ারি। লিগের দ্বিতীয় পর্ব শুরু হবে এপ্রিলের প্রথম সপ্তাহ আর ফেডারেশন কাপের রোড টু ফাইনাল ৮ এপ্রিল। রোববার প্রকাশিত বাফুফের সূচি অনুযায়ী ঘরোয়া ফুটবলে প্রায় দুই মাসের লম্বা বিরতি থাকবে। মধ্যবর্তী দলবদল, ফিফা উইন্ডো ও রমজানের ঈদের জন্য এই বিরতি পড়েছে। ৫ ফেব্রম্নয়ারি থেকে ৩ মার্চ মধ্যবর্তী দলবদল। এশিয়া কাপ বাছাইয়ের জন্য ফিফা উইন্ডো ১৭-২৫ মার্চ। ২৯ মার্চ-২ এপ্রিল ঈদের জন্য সম্ভাব্য ছুটি।  মৌসুমের মাঝে দুই মাসের বিরতি একটু বেশিই। ছোট ক্লাবগুলো বেশ কষ্ট করে ক্যাম্প পরিচালনা করে। এত লম্বা বিরতি থাকলে তাদের ব্যয় যেমন বাড়ে, তেমনি ফুটবলারদের ফিটনেস ও পারফরম্যান্সেও প্রভাব পড়ে। এপ্রিলের প্রথম সপ্তাহ পুনরায় খেলা শুরুর পর অবশ্য আর কোনো বিরতি নেই। ফেডারেশন কাপের ফাইনাল ২ মে আর লিগের শেষ ম্যাচ ৩১ মে। এরই মধ্যে মৌসুমের প্রথম টুর্নামেন্ট বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে শিরোপা জিতেছে বসুন্ধরা কিংস। গত কয়েক মৌসুম ধরে স্বাধীনতা কাপ মৌসুম সূচক টুর্নামেন্ট হলেও এবার মাঠে নেই এই টুর্নামেন্ট। ঘরোয়া ফুটবল শেষে জুনে এশিয়ান কাপ বাছাইয়ের আরেকটি ফিফা উইন্ডো রয়েছে। সেই উইন্ডোর জন্য জাতীয় দল তেমন প্রস্তুতির সুযোগ পাবে না।