ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলবেন সাকিব?

প্রকাশ | ২৬ নভেম্বর ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
সাকিব আল হাসানের কোনো চোট সমস্যা নেই, অন্য কোনো কারণেও তিনি ব্যস্ত ছিলেন না। তবু চলতি মাসে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাকে দলে দেখা যায়নি। আবার কবে তাকে দেখা যাবে তাও পরিষ্কার নয় -ওয়েবসাইট
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের পর হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। চোটে ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলা হচ্ছে না অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিমের। শঙ্কা আছে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়েও। এমন বাস্তবতায় আবারও আলোচনায় সাকিব আল হাসানের নাম। গত ভারত সিরিজের সময় আন্তর্জাতিক টি২০ থেকে অবসরের কথা জানান সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাঠে শেষ টেস্ট খেলার ইচ্ছাও জানিয়েছিলেন তিনি। তবে ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের সাংসদ হওয়ায় তিনি বর্তমান ক্ষমতাসীনদের রোষানলে। তার পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি অবস্থানের মাঝে তাকে দেশে আসতে মানা করে দেয় অন্তর্বর্তীকালীন সরকার। ফলেটেস্টে মাঠ থেকে বিদায় নেওয়া হয়নি তার। টি২০, টেস্টের শেষ ধরে নিলেন ওয়ানডে এখনো বাকি। যে সংস্করণ থেকে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে বিদায় নিতে চান সাকিব। তবে তাকে বাংলাদেশের হয়ে ওয়ানডেও খেলতে না দেখায় সংশয় এখানেও থাকছে। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে চাননি সাকিব, বিসিবি জানায় এমন। বলা হয়েছিল, প্রস্তুতি না থাকায় খেলতে চাননি বাঁহাতি অলরাউন্ডার। এখন টি১০ লিগে খেলার মধ্যে আছেন সাকিব। তাই ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে আপত্তি থাকার কথা না তার। আবুধাবিতে জাতীয় দলে ফেরা নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে সাকিব বলেছেন, টি১০ লিগ শেষে জাতীয় দলে খেলবেন। বিসিবি থেকেও তাকে দলে নিতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে নির্বাচক প্যানেল সূত্রে খবর। অবশ্য দল ঘোষণা না হওয়া পর্যন্ত কোনোকিছুই চূড়ান্ত নয়। দেশের বর্তমান বাস্তবতায় যেকোনো সময় সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। শান্ত-মুশফিকের চোটজনিত অনিশ্চয়তার সঙ্গে পিতৃত্বকালীন ছুটি নেওয়ায় ক্যারিবীয়দের বিপক্ষে খেলবেন না মুস্তাফিজুর রহমানও। আলোচনায় আছে বিসিবি প্রধান ফারুক আহমেদ, জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজও চান সাকিব যেন খেলেন।