এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ দল

প্রকাশ | ২৫ নভেম্বর ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসর বসতে যাচ্ছে। ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টের জন্য আজিজুল হাকিম তামিমকে অধিনায়ক করে ১৪ সদস্যের স্কোয়াড সাজিয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টটি খেলতে টাইগার যুবারা রোববার সকালে মধ্যপ্রাচ্যের দেশটিতে উড়াল দিয়েছে। আগামী ২৯ নভেম্বর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের পর্দা উঠবে। জানা গেছে, টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আর দ্বিতীয় ম্যাচে ১ ডিসেম্বর খেলবে নেপালের বিপক্ষে। পরবর্তীতে ৩ ডিসেম্বর গ্রম্নপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ লঙ্কানরা। ওই বহরে স্কোয়াডে থাকা ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সদস্যরাও রওনা হয়েছেন বিশ্বকাপের আয়োজক দেশটির উদ্দেশে। এর আগে গত বৃহস্পতিবার ১৪ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছিল বিসিবি। নেতৃত্ব পাওয়া আজিজুল হাকিম তামিম এশিয়া কাপে নিজেদের শিরোপা ধরে রাখার লক্ষ্য জানিয়েছেন। পাশাপাশি ২০২০ সালের পর আবারও বিশ্বকাপ জয়ের আত্মবিশ্বাস রয়েছে তার। এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে অধিনায়ক আজিজুল হাকিম বলেন, 'প্রস্তুতি অনেক ভালো হয়েছে। তিন-চার মাস ধরে আমরা সবাই অনেক কষ্ট করছি। ম্যানেজমেন্ট, খেলোয়াড় আমাদের সম্পর্কটা বেশ ভালো। একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছি। আমরা বর্তমান চ্যাম্পিয়ন, শিরোপা ধরে রাখার চেষ্টা করছি।'