আগামী শুক্রবার বার্সেলোনা তাদের ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে। এই অনুষ্ঠানকে বর্ণিল করতে তারা দলের সাবেক আইকনদের আমন্ত্রণ জানায়, এই তালিকায় ছিলেন লিওনেল মেসিও। ২০২১ সালে অশ্রম্নসিক্ত বিদায়ের তিন বছর পর তার কাতালান ক্লাবে ফেরার খবর শিরোনাম হয়েছিল শুক্রবার। কিন্তু পরের দিন এলো ভিন্ন খবর।
বার্সেলোনার সর্বকালের সেরা খবর এই জমকালো আয়োজনে থাকবেন না। এমনটা নিশ্চিত হওয়া গেছে। রেলেভো জানিয়েছে, সাবেক ক্লাবের এই অনুষ্ঠানে যাওয়ার আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন মেসি। যদিও তার ক্লাব ইন্টার মায়ামি চলতি মাসে এমএলএস পেস্ন অফ থেকে বিদায় নেওয়ায় এখন তিনি পুরোপুরি অবসর সময় কাটাচ্ছেন।
আটালান্টা ইউনাইটেডের কাছে মায়ামির হারের পর ফ্লোরিডা ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি মেসিকে সাবেক ক্লাবের অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ করে দেয়। কিন্তু তিনি না যাওয়ার সিদ্ধান্ত নিলেন।