সংবাদ সংক্ষেপ

বিওএর ম্যারাথন জলসিঁড়িতে

প্রকাশ | ২৫ নভেম্বর ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
ফি বছর নানা প্রতিষ্ঠান ম্যারাথনের আয়োজন করে থাকে। যেখানে দেশি-বিদেশি অনেক দৌড়বিদ অংশ নিয়ে থাকেন। এবার ভিন্ন এক ম্যারাথনের আয়োজন করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। ভিন্নতার কারণ, এখানে বিদেশি কোন দৌড়বিদ থাকবেন না। শুধুই দেশি অ্যাথলেটরা অংশ নেবেন। ২০ ডিসেম্বর পূর্বাচলের সেনাবাহিনী প্রকল্প জলসিঁড়িতে অনুষ্ঠিত হবে 'বিওএ ম্যারাথ ২০২৪'। জানা গেছে, ম্যারাথন হবে ১০ কিলোমিটার হাফ ম্যারাথন। যেখানে অংশ নিতে পারবেন দেশের পেশাদার, অপেশাদার এবং বয়স্ক দৌড়বিদরা। এছাড়া সাধারণ জনগণও এই ম্যারাথনে অংশ নিতে পারবেন। এলিট, জেনারেল ও ভ্যাটারার্ন তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে বিওএ ম্যারাথন। প্রত্যেকটি ক্যাটাগরিতেই থাকছে পুরুষ ও মহিলা দুটি করে বিভাগ। সূত্রে জানা গেছে, ২৫ ডিসেম্বর থেকে ম্যারাথনের নিবন্ধন শুরু হবে, চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।