সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

ওয়ানডে সিরিজে খেলবেন না মুশফিক

ক্রীড়া প্রতিবেদক
  ২৫ নভেম্বর ২০২৪, ০০:০০
মুশফিকুর রহিম

দলের দুই তারকা ব্যাটার মুশফিকুর রহিম এবং নাজমুল হাসান শান্তকে ছাড়াই অ্যান্টিগা টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। টেস্টে সিরিজ শেষে ওয়ানডে খেলবে টাইগাররা। এর আগে শান্তকে নিয়ে সুখবর পেলেও মুশফিককে নিয়ে হতাশ বিসিবি। টেস্টের মতো ওয়ানডে সিরিজেও থাকছেন না এই অভিজ্ঞ ব্যাটার।

শেষ পর্যন্ত চলতি বছরে দেশের জার্সিতে আর মাঠে নামা হচ্ছে না মুশফিকের। কারণ, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর এ বছর আর কোনো ম্যাচ নেই টাইগারদের।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে উইকেটরক্ষকের দায়িত্ব পালনকালে বাঁ হাতের আঙুলে চোট পান মুশফিকুর রহিম। আঙুলের প্রাথমিক শুশ্রূষার পর ব্যাটিংয়ে নামেন। ব্যথা কমার জন্য সময় নিচ্ছিলেন। সেজন্য তিনি সাত নম্বরে ক্রিজে নামেন। পরে তিনি সিরিজ থেকে ছিটকে যান।

বাঁ হাতের আঙুলের চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও তিনি খেলছেন না। এবার তাকে নিয়ে জানা গেল আরো বড় দুঃসংবাদ। ওয়ানডে সিরিজেও তাকে ছাড়াই মাঠে নামবে টাইগাররা।

ক্রিকেট বিষয়ক একটি ওয়েবসাইকে গত ৮ নভেম্বর জাতীয় দলের এক নির্বাচক জানিয়েছিলেন, ক্যারিবীয়দের বিপক্ষে ৩৭ বর্ষী ক্রিকেটারের ওয়ানডে সিরিজ খেলাটা তার সুস্থ হয়ে ওঠার ওপর নির্ভর করবে।

নির্বাচকের ভাষ্য ছিল, 'মুশফিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে না। তার সেরে উঠতে এক মাস বা তার বেশি লাগবে। সেই সফরে ওয়ানডেতে খেলবে কিনা, এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। হাতে সময় আছে।'

ওয়ানডে সিরিজকে সামনে রেখে এ সপ্তাহের শেষ দিকে দল ঘোষণা করতে পারে নির্বাচকরা।

অ্যান্টিনায় প্রথম টেস্টে ক্যারিবিয়ানদের বিপক্ষে

লড়ছে বাংলাদেশ। ৩০ নভেম্বর জ্যামাইকায় শুরু হবে দ্বিতীয় টেস্ট। তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে

৮, ১০ ও ১২ ডিসেম্বর। এরপর মাঠে গড়াবে তিন

ম্যাচের টি২০ সিরিজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে