বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারণে আইসিসির জরুরি সভা

ক্রীড়া ডেস্ক
  ২৪ নভেম্বর ২০২৪, ০০:০০
চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারণে আইসিসির জরুরি সভা

চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারণে এই সপ্তাহে জরুরি সভায় বসতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তথা আইসিসি। আর সেই সভায় এজেন্ডা থাকছে একটিই! সভাটি হতে যাচ্ছে ২৬ নভেম্বর। এমন তথ্য জানিয়েছে ক্রিকইনফো। জরুরি ওই সভাতেই সিদ্ধান্ত হবে টুর্নামেন্টটির জন্য আবারও হাইব্রিড মডেল অনুসরণ করা হবে কিনা। সেক্ষেত্রে ম্যাচগুলো পাকিস্তান ও বিদেশি ভেনু্যতে ভাগ করে আয়োজিত হবে। বিদেশি সেই ভেনু্যর নাম পরে চূড়ান্ত করা হবে।

অভ্যন্তরীণ সূত্রের বরাতে সভার কথা জানা গেলেও আইসিসির এক মুখপাত্র বলেছেন, আনুষ্ঠানিকভাবে এমন কিছু এখনো নিশ্চিত হয়নি। এটাও নিশ্চিত হওয়া যায়নি কয়টি বোর্ডকে সভার ব্যাপারে জানানো হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) এই ব্যাপারে কোনো তথ্য পায়নি। আইসিসির বোর্ডে সাধারণত ১২টি পূর্ণ সদস্য দেশের প্রতিনিধি থাকে। সহযোগী দেশ থেকে থাকে তিনজন। তাছাড়া একজন স্বাধীন পরিচালক, আইসিসি চেয়ারম্যান ও প্রধান নির্বাহী অংশ নিয়ে থাকেন।

আর এমন কিছু হওয়াটা অস্বাভাবিকও নয়। কারণ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এরই মধ্যে আইসিসিকে জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান সফরের অনুমোদন দেয়নি ভারত সরকার। অথচ তিন বছর আগেই টুর্নামেন্টটি আয়োজনের স্বত্ব পাকিস্তানকে দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে