এনসিএল দেখতে সিলেটে টাইগারদের ব্যাটিং কোচ

প্রকাশ | ২৩ নভেম্বর ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে থেকে শুরু হয়েছে টেস্ট সিরিজ। এরপর মাঠে গড়াবে ওয়ানডে এবং টি২০ সিরিজও। তবে এই সিরিজে দলের সঙ্গে যাননি ব্যাটিং কোচ ডেভিড হেম্প। সিরিজ চলাকালে দলের সঙ্গে হেম্পের না থাকা নিয়ে স্পষ্ট করে বিসিবি থেকে কিছু জানানো হয়নি। ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজে ব্যাটিং কোচের দায়িত্ব সামলাবেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সেক্ষেত্রে জাতীয় দলে হেম্পকে আর দেখা যাবে কি না তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। তবে আপাতত বাংলাদেশেই আছেন হেম্প। জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে ক্রিকেটারদের দেখভাল করবেন। এ কারণে গতকাল শুক্রবার সিলেটে গেছেন হেম্প। সেখানে পৌঁছে আজ শনিবার খুলনা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের মধ্যকার ষষ্ঠ রাউন্ডের ম্যাচ মাঠে বসে দেখবেন তিনি। সিলেট যাওয়ার খবরটি নিশ্চিত করে হেম্প বলেছেন, 'সবকিছু ঠিক আছে, আজ সিলেট যাচ্ছি। সেখানে পৌঁছে এনসিএলের খেলা দেখব। আপতত এনসিএল দেখব।'