আইপিএল নিলামে সর্বোচ্চ বাজেট পাঞ্জাব কিংসের

প্রকাশ | ২৩ নভেম্বর ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
প্রতিবছর আইপিএলের নিলাম অনুষ্ঠিত হলেও প্রতি তিন বছর পরপর অনুষ্ঠিত হয় আসরটির মেগা নিলাম। সেই ধারাবাহিকতায় এবার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেটের সবচেয়েজনপ্রিয় টুর্নামেন্টটির মেগা নিলাম অনুষ্ঠিত হবে। আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হবে। আসন্ন এই নিলামের আগেই দল তৈরিতে নেমে পড়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। ১০ দলের কেউ ধরে রেখেছে ছয়জন ক্রিকেটারকে, কেউ আবার রেখেছে মাত্র দু'জনকে। গত আসরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিয়েছে তাদের অধিনায়ক শ্রেয়াস আইয়ারকেই। গতবার শেষ স্থানে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স আবার রেখে দিয়েছে অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে। কিন্তু কোন দল কত টাকা খরচ করল রিটেনশনে? নিলামে সর্বোচ্চ ব্যয় করছে পাঞ্জাব কিংস। কত কোটি টাকা নিয়ে নামবে কোন দল? চলুন এক নজরে দেখে নিই : পাঞ্জাব কিংস (খরচ করতে পারবে ১১০.৫ কোটি) মাত্র দু'জন ক্রিকেটারকে ধরে রেখেছে পাঞ্জাব কিংস। এখন পর্যন্ত আইপিএল শিরোপা জিততে পারেনি দলটি। নিলামে তাই নতুন করে দল গড়তে চাইছেন প্রীতি জিন্তারা। শশাঙ্ক সিং এবং প্রভসিমরান সিংকে রেখেছে পাঞ্জাব। দু'জনই আনক্যাপড (যারা এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি) ক্রিকেটার। শশাঙ্ককে দেওয়া হয়েছে ৫ কোটি ৫০ লাখ টাকা। প্রভসিমরানকে দেওয়া হয়েছে ৪ কোটি টাকা। পাঞ্জাবের খরচ হয়েছে ৯ কোটি ৫০ লাখ টাকা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (খরচ করতে পারবে ৮৩ কাটি টাকা) তিনজন ক্রিকেটারকে ধরে রেখেছে বেঙ্গালুরু। বিরাট কোহলিকে ২১ কোটি টাকা দিয়ে রেখেছে তারা। সেই সঙ্গে রজত পাটিদারকে ১১ কোটি টাকা দিয়ে রেখেছে। আনক্যাপড ইয়াশ দয়ালকে রেখেছে ৫ কোটি টাকা। ক্রিকেটার ধরে রাখারজন্য বেঙ্গালুরু মোট ৩৭ কোটি টাকা খরচ করেছে। দিলিস্ন ক্যাপিটালস (খরচ করতে পারবে ৭৩ কোটি টাকা) চারজন ক্রিকেটারকে ধরে রেখেছে দিলিস্ন। গত আসরের অধিনায়ক রিশাভ পান্টকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আক্সার প্যাটেলকে ১৬ কোটি ৫০ লাখ টাকা দিয়ে রেখেছে তারা। স্পিনার কুলদীপ যাদবকে তারা রেখেছে ১৩ কোটি ২৫ লাখ টাকা দিয়ে। ট্রিস্টান স্টাবসকে ১০ লাখ টাকায় রাখল দিলিস্ন। সেই সঙ্গে রেখেছে উইকেটরক্ষক অভিষেক পোড়েলকে। তাকে ৪ কোটি টাকা দিয়ে রাখা হয়েছে। চারজন ক্রিকেটারকে ধরে রাখতে ৪৭ কোটি টাকা খরচ হয়েছে দিলিস্নর। লখনৌ সুপার জায়ান্টস (খরচ করতে পারবে ৬৯ কোটি টাকা) শেষ পর্যন্ত লোকেশ রাহুলকে ছেড়ে দিয়েছে লখনৌ। পাঁচজন ক্রিকেটারকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। নিকোলাস পুরানকে ২১ কোটি টাকা দিয়ে ধরে তারা। আসন্ন আইপিএলে তাকেই অধিনায়ক করা হতে পারে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে রবি বিষ্ণুকে রাখছে লখনৌ, খরচ হচ্ছে ১১ কোটি টাকা। মায়াঙ্ক যাদবকে ১১ কোটি টাকা দিয়ে রেখেছে দলটি। মহসিন খানকে রেখেছে ৪ কোটি টাকা দিয়ে। আয়ুশ বদোনিকেও ৪ কোটি টাকা দিয়ে রেখেছে তারা। পাঁচজনকে ধরে রাখতে লখনৌর খরচ হয়েছে ৫১ কোটি টাকা। গুজরাট টাইটান্স (খরচ করতে পারবে ৬৯ কোটি টাকা) অধিনায়ক শুভমান গিলকে রেখে দিয়েছে গুজরাট টাইটান্স। তাকে ১৬ কোটি ৫০ লাখ টাকা দিতে হচ্ছে তাদের। তবে ১৮ কোটি টাকা দিয়ে রাখা হয়েছে আফগান অললাউন্ডার রশিদ খানকে। সাই সুদর্শনকে ৮ কোটি ৫০ লাখ টাকা দিয়ে রেখেছে গুজরাট। রাহুল তেওয়াতিয়া এবং শাহরুখ খানকে ৪ কোটি টাকা করে দিয়েছে গুজরাট। মোট ৫১ কোটি টাকা খরচ করেছে তারা। চেন্নাই সুপার কিংস (খরচ করতে পারবে ৫৫ কোটি টাকা) পাঁচজনকে ধরে রেখেছে চেন্নাই। সেই তালিকায় রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ৪ কোটি টাকা দিয়ে রাখা হয়েছে তাকে। সেই সঙ্গে রাখা হয়েছে ঋতুরাজ গায়কোয়াড় (১৮ কোটি), রবীন্দ্র জাদেজা (১৮ কোটি), মাথিশা পাথিরানা (১৩ কোটি) এবং শিবম দুবেকে (১২ কোটি) রেখে দিয়েছে তারা। মোট ৬৫ কোটি টাকা খরচ হয়েছে তাদের। কলকাতা নাইট রাইডার্স (খরচ করতে পারবে ৫১ কোটি টাকা) ছয়জন ক্রিকেটারকে ধরেরেখেছে কলকাতা। রিংকু সিংকে ১৩ কোটি টাকা দিয়ে রেখেছে তারা। আগে ৫৫ লাখ টাকা পেতেন তিনি। ১২ কোটি ৪৫ লাখ দাম বাড়ল তার। এছাড়াও বরুণ চক্রবর্তী, সুনীল নারাইন এবং আন্দ্রে রাসেলকে রেখেছে কলকাতা। তিনজনকেই ১২ কোটি টাকা করে দেওয়া হয়েছে। হারশিত রানা এবং রমনদীপ সিংকেরেখেছে কলকাতা। দু'জনকেই ৪ কোটি টাকা করে দিয়েছে কেকেআর। মোট খরচ হয়েছে ৬৯ কোটি টাকা। সানরাইজার্স হায়দরাবাদ (খরচ করতে পারবে ৪৫ কোটি টাকা) পাঁচজন ক্রিকেটারকে ধরে রেখেছে হায়দরাবাদ। হেনরিক ক্লাসেনকে ২৩ কোটি টাকা দিয়ে রেখেছে তারা। প্যাট কামিন্সকে তারা দিয়েছে ১৮ কোটি টাকা। অভিষেক শর্মা পেয়েছেন ১৪ কোটি টাকা। ট্রেভিস হেড ১৪ কোটি টাকাপেয়েছেন তিনি। নীতিশ কুমার রেড্ডি পেয়েছেন ৬ কোটি টাকা। তাদের মোট খরচ ৭৫ কোটি টাকা। মুম্বাই ইন্ডিয়ান্স (খরচ করতে পারবে ৪৫ কোটি টাকা) পাঁচজন ক্রিকেটারকে ধরে রেখেছে মুম্বাই। গতবার আইপিএলে শেষ দল ছিল তারা। এবারও অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়াকে রেখে দিয়েছে। ১৬ কোটি ৩৫ লাখ টাকা দিয়ে রাখা হয়েছে তাকে। সবচেয়ে বেশি টাকা দেওয়া হয়েছে জাসপ্রিত বুমরাহকে। তিনি পাবেন ১৮ কোটি টাকা। সূর্যকুমার যাদবকে ১৬ কোটি ৩৫ লাখ টাকা দিয়ে রেখেছে মুম্বাই। সাবেক অধিনায়ক রোহিত শর্মাকে তারা রেখেছে ১৬ কোটি ৩০ লাখ টাকা দিয়ে। তিলক বর্মাকে ৮ কোটি টাকা দিয়ে রেখেছে মুম্বাই। মোট খরচ হয়েছে ৭৫ কোটি টাকা। রাজস্থান রয়্যালস (খরচ করতে পারবে ৪১ কোটি টাকা) ছয়জন ক্রিকেটারকে ধরে রেখেছে রাজস্থান। অধিনায়ক সাঞ্জু স্যামসনকে ১৮ কোটি টাকা দিয়ে রেখেছে তারা। যশস্বী জসওয়ালও একই টাকা পাবেন। রিয়ান পরাগ ১৪ কোটি টাকা পাবেন। শিমরন হেটমায়ার পাবেন ১১ কোটি টাকা। সন্দীপ শর্মা পাবেন ৪ কোটি টাকা। মোট খরচ করেছে ৭৯ কোটি টাকা।