সাদা বলের সিরিজ খেলতে প্রথমবারের মতো বাংলাদেশে সফরে এসেছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। শুক্রবার দলটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে। এ সময় তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বাঘিনীদের বিপক্ষে আইরিশরা খেলবে তিন ম্যাচ ওয়ানডে ও টি২০ সিরিজ। প্রথম ওয়ানডে ২৭ নভেম্বর এবং পরের দুটি যথাক্রমে ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সকাল ১০টায় মাঠে গড়াবে। খেলাগুলো আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ। এছাড়া ৫, ৭ ও ৯ ডিসেম্বরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে সিরিজের তিন টি২০ ম্যাচ। প্রথম দুই ম্যাচ আরম্ভের সময় দুপুর ২টা, তৃতীয়টি শুরু হবে সকাল ১০টায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইউটিউব চ্যানেলে সিরিজের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে। সিরিজের নাম রাখা হয়েছে 'সেনোরা আয়ারল্যান্ড উইমেন্স টু্যর অব বাংলাদেশ ২০২৪ পাওয়ার্ড বাই রুচি। আগামী ১০ ডিসেম্বর আয়ারল্যান্ড নারী দল দেশে ফিরে যাবে। বাংলাদেশের মেয়েরা সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল মার্চে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। ৮ মাস পর মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে টিম টাইগ্রেস। লম্বা বিরতির পর ওয়ানডে সিরিজ খেলতে নামার আগে অভিজ্ঞ ক্রিকেটারদের ফিরিয়েছে বাংলাদেশ। দীর্ঘদিন পর ফিরেছেন জাহানারা আলম ও শারমিন আক্তার সুপ্তা।
চার পরিবর্তন এসেছে টাইগ্রেস স্কোয়াডে।
আয়ারল্যান্ড স্কোয়াড: গ্যাবি লুইস (অধিনায়ক), আভা ক্যানিং, ক্রিস্টিয়ানা রিয়ালি, লরা দিলানি, সারাহ ফোর্বস, এমি হান্টার, আরলেনে কেলি, এইমি মাগুইরি, সারা মারে, লিহ পল, অরলা প্রেনডারজাস্ট, রেয়মন্ড হোয়ে, ফ্রেয়া সারজেন্ট, অ্যালিস টেকটর।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক পিংকি, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা।