যোগ করা সময়ের খেলা চলছিল। কিন্তু আর ধৈর্য ধরে রাখতে পারলেন না কসোভোর ফুটবলাররা। রোমানিয়ান সমর্থকদের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে ম্যাচ শেষ না করেই ছাড়লেন মাঠ। এতে রোমানিয়াকে বিজয়ী ঘোষণা করল উয়েফা। বুখারেস্টে গত শুক্রবার নেশন্স লিগের 'সি' লিগের দুই নম্বর গ্রম্নপের ম্যাচে মুখোমুখি হয়েছিল দল দুটি। গোলশূন্য ড্রয়ের পথেই ছিল দুই দলের লড়াই। কিন্তু শেষ মুহূর্তে কসোভো মাঠ ছাড়ায় বুধবার রোমানিয়াকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হয়।
বুখারেস্টের ওই ম্যাচ যোগ হওয়া সময়েই স্থগিত হয়ে যায়। পরে পরিত্যক্ত। মাঠে আবার দুই দলের খেলোয়াড়দের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে। দর্শকদের বর্ণবাদী ও বৈষম্যমূলক আচরণের দায়ে রোমানিয়ার ফুটবল ফেডারেশনকে ১ লাখ ২৮ হাজার ইউরো জরিমানা করেছে উয়েফা। অভিযোগের মধ্যে ছিল উস্কানিমূলক রাজনৈতিক বার্তা, জাতীয় সংগীতের সময় বাধা দান। এই অভিযোগে রোমানিয়াকে পরবর্তী হোম ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে করার নির্দেশ দেওয়া হয়েছে।
ম্যাচ হারার পাশাপাশি জরিমানার মুখে পড়েছে কসোভোর ফুটবল ফেডারেশনও। বিধিবহির্ভূত আচরণে জরিমানা করা হয়েছে ৬ হাজার ইউরো।
এখানে উলেস্নখ্য, ২০০৮ সালে সার্বিয়া থেকে আলাদা হয়ে কসোভো স্বাধীন রাষ্ট্র গঠন করলেও তাদের স্বীকৃতি
দেয়নি রোমানিয়া।