বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

বছরের শেষ সিরিজে জিততে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া প্রতিবেদক
  ২২ নভেম্বর ২০২৪, ০০:০০
বছরের শেষ সিরিজে জিততে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ
আন্দ্রে কুলি

বাংলাদেশের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে আজ শুক্রবার মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের মাটিতে দুই ম্যাচের এই সিরিজ শেষে পাকিস্তান সফরে যাবে ক্যারিবীয়রা। তার আগে ঘরের মাটিতে বাংলাদেশকে হারিয়ে পাকিস্তান সিরিজের প্রস্তুতি সারতে চায় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শুরুর আগে এমনটিই জানিয়েছেন দলটির কোচ আন্দ্রে কুলি।

গত আগস্টে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১-০ ব্যবধানে হারের পর বাংলাদেশকে হারিয়ে বছর শেষ করতে চায় ক্যারিবীয়রা। যে কারণে বাংলাদেশে সিরিজে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না দলটি। এমনটিই জানিয়েছেন কুলি।

অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে মাঠে নামার আগে ওয়েস্ট ইন্ডিজের চাওয়ায় শুধুই জয়। ভালোভাবে সিরিজ শুরু করার কথা জানিয়েছেন ক্যারিবীয়দের কোচ আন্দ্রে কুলি, 'খুবই গুরুত্বপূর্ণ (জয়ে বছর শেষ করা)। কারণ, দক্ষিণ আফ্রিকা সিরিজের হতাশা থেকে ঘুরে দাঁড়াতে হবে।'

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে ওঠার সম্ভাবনা শেষ দুই দলেরই। ৯ দলের এই চ্যাম্পিয়নশিপে আটে থাকা বাংলাদেশের শতকরা পয়েন্ট ২৭.৫০। শতকরা ১৮.৫২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে ওয়েস্ট ইন্ডিজ। এই চক্রে গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় স্বাগতিকদের বিপক্ষে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করাই ক্যারিবিয়ানদের একমাত্র সাফল্য।

তবে এবার জয় চায় ওয়েস্ট ইন্ডিজ। সে লক্ষ্যেই প্রস্তুত হয়েছে ক্যারিবীয়রা। বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি নিয়ে কুলি বলেছেন, 'এর আগে প্রথম তিন-চার দিন বৃষ্টি হানা দিলেও তার পর থেকে অ্যান্টিগায় আমরা কয়েকটি ভালো সেশন কাটিয়েছি। সবাই ফিট ও ভালো মানসিকতায় আছে। আমাদের এখন ভালোভাবে বছরটি শেষ করার পরিকল্পনা করতে হবে।'

সিরিজ শুরুর আগে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে দুদল। তাতে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তবে সিরিজে বাংলাদেশ বাধা ঠিকভাবে পার করতে চায় স্বাগতিকরা। ঘরের মাঠে বছরের শেষ সিরিজ জয় দিয়ে শেষ করার প্রত্যয় তাদের।

আসন্ন পাকিস্তান সফরের প্রসঙ্গ টেনে ওয়েস্ট ইন্ডিজ কোচ বলেন, 'আমরা চাই বাংলাদেশের বাধা সুন্দরভাবে পার হতে। পাকিস্তানে যাওয়ার আগে ঘরের মাঠে আমাদের জয় পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ... বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সংস্করণে আমরা আর এই চারটি টেস্টই খেলব। এ কারণে পাকিস্তানে যাওয়ার আগে মোমেন্টাম তুলে নিতে এই সিরিজে জয় পাওয়াটা গুরুত্বপূর্ণ।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে