বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

সাবিনার হাতে ২০ লাখ টাকা তুলে দিলেন বিসিবি সভাপতি

ক্রীড়া প্রতিবেদক
  ২১ নভেম্বর ২০২৪, ০০:০০
সাবিনার হাতে ২০ লাখ টাকা তুলে দিলেন বিসিবি সভাপতি

গত ৩০ অক্টোবর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার নারীদের সাফ জিতেছে বাংলাদেশ। নারী ফুটবলারদের এমন সাফল্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ সাফজয়ী ফুটবলারদের ২০ লাখ টাকার পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন। বুধবার দুপুরে সেই অর্থ বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুনের হাতে তুলে দিয়েছেন বিসিবি সভাপতি। 

বুধবার চেক হস্তান্তর অনুষ্ঠানে অধিনায়ক সাবিনা খাতুনের সঙ্গে ছিলেন টিম ম্যানেজার মাহমুদা আক্তার। বিসিবির পক্ষে ছিলেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ, বিসিবি পরিচালক ফাহিম সিনহা ও নাজমুল আবেদীন ফাহিম। 

চেক তুলে দেওয়ার পর বোর্ড সভাপতি ফারুক আহমেদ বলেছেন, 'আপনারা জানেন যে, আমরা সাফে চ্যাম্পিয়ন হয়েছি। এখানে ক্রিকেট, ফুটবল আলাদা কিছু না। পুরোটা মিলিয়েই স্পোর্টস। বাংলাদেশি হিসেবে আমরা অনেক বেশি গর্বিত। আরও বেশি খুশি কারণ, টানা দুইবার চ্যাম্পিয়ন হতে পেরেছে। এটা মোটেও ফ্লুক নয়। মেয়েদের দল আবার সেটা প্রমাণ করেছে। আমাদের যেভাবে তারা গর্বিত করেছেন, তাদের আবার ধন্যবাদ জানাচ্ছি। আশা করব, ফুটবল ফেডারেশনের নতুন সভাপতির নেতৃত্বে নারী ফুটবল আরও এগিয়ে যাবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে