বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

হকিতে যুব বিশ্বকাপের হাতছানি

ক্রীড়া প্রতিবেদক
  ২১ নভেম্বর ২০২৪, ০০:০০
হকিতে যুব বিশ্বকাপের হাতছানি

ওমানে আগামী ৭ থেকে ১৫ ডিসেম্বর বসতে যাচ্ছে জুনিয়র নারী ও পুরুষ হকি এশিয়া কাপের আসর। আর এই টুর্নামেন্টকে বলা যায় জুনিয়র বিশ্বকাপের বাছাই পর্বও। বাংলাদেশ নারী ও পুরুষ উভয় দলের লক্ষ্য বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা। পুরুষ অনূর্ধ্ব-২১ দলের কোচ হিসেবে রয়েছেন সাবেক জাতীয় খেলোয়াড় ও বিকেএসপির কোচ মওদুদুর রহমান শুভ। যুব বিশ্বকাপে এশিয়ার শীর্ষ ৬ দল (স্বাগতিক ভারত) খেলার সুযোগ পাবে। তাই বাংলাদেশের বেশ সম্ভাবনা দেখছেন তিনি।

এ প্রসঙ্গে শুভ বলেন, 'আমাদের প্রথম ও প্রধান লক্ষ্য গ্রম্নপে তৃতীয় হওয়া। গ্রম্নপে তৃতীয় হতে পারলে আমাদের বিশ্বকাপ খেলা সম্ভব হবে।' 

আগামী ২৬ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর হবে ছেলেদের জুনিয়র এশিয়াকাপ। বাংলাদেশের গ্রম্নপে রয়েছে স্বাগতিক ওমান, পাকিস্তান, চীন, মালয়েশিয়া। বাংলাদেশের প্রথম ম্যাচ ২৬ নভেম্বর ওমানের বিপক্ষে। এরপর ২৮ নভেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ৩০ নভেম্বর মালয়েশিয়া ও ১ ডিসেম্বর চীনের মুখোমুখি হবে বাংলাদেশ দল।

পাকিস্তান ও মালয়েশিয়াকে টপ ফেভারিট ধরে বাংলাদেশের লক্ষ্য অন্য দুই দল, 'চীন এখন উন্নতি করেছে এরপরও আমরা তাদের হারানোর সামর্থ্য রাখি। ওমানকে কিছুদিন আগেই হারানোর অভিজ্ঞতা রয়েছে।' 

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে