বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

উরুগুয়ের সঙ্গেও ড্র করল ব্রাজিল

ক্রীড়া ডেস্ক
  ২১ নভেম্বর ২০২৪, ০০:০০
উরুগুয়ের সঙ্গেও ড্র করল ব্রাজিল

শেষ দিকে দারুণ জমে ওঠা লড়াইয়ে জিততে পারল না কেউ। অনেক সুযোগ হারানোর ম্যাচ শেষ হলো সমতায়। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করল দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও উরুগুয়ে। যদিও ভেনেজুয়েলার মাঠে ড্র করে জয়ে ফেরার আশায় ছিল ব্রাজিল। কিন্তু উরুগুয়ের বিপক্ষেও ভাগ্য বদলাল না। বিশ্বকাপ বাছাইয়ে আরও একটি ড্র নিয়ে মাঠ ছেড়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

সালভাদরে বুধবার বাংলাদেশ সময় সকালে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল-উরুগুয়ের ম্যাচ শেষ হয়েছে ১-১ গোলের সমতায়। ম্যাচের ৫৫ মিনিটে রিয়াল মাদ্রিদের তারকা ফেদরিকো ভালভার্দের গোলে এগিয়ে যায় উরুগুয়ে। ৬২ মিনিটে গারসনের গোলে সমতা আনে ব্রাজিল। আর এই ড্রয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বে টেবিলের পাঁচে নেমে গেল ব্রাজিল। ১২ ম্যাচে ৫ জয়ে দরিভাল জুনিয়রের দলের পয়েন্ট ১৮।

সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে

দুইয়ে আছে উরুগুয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে