মাইলস্টোন কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

প্রকাশ | ২১ নভেম্বর ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রতিযোগীদের সঙ্গে প্রধান অতিথিসহ শিক্ষকবৃন্দ -সৌজন্য
রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত কলেজের স্থায়ী ক্যাম্পাস মাঠে অনুষ্ঠিত খেলায় অংশগ্রহণ করেন নবম শ্রেণির সব বালক। ১৯ নভেম্বর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাইলস্টোন কলেজের উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, উপাধ্যক্ষ প্রফেসর জহিরুল হক, মিজানুর রহমান খান, উম্মে সালমা রউফ, ইফতেখার হোসেন, শারীরিক শিক্ষা ও খেলাধুলা বিভাগের প্রভাষক শিপ্রা বিশ্বাস এবং মো. নাসিরুল ইসলাম প্রমুখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, 'শিক্ষা জীবনের প্রধান কাজ হলো পড়াশোনা, তবে খেলাধুলার রয়েছে বিশেষ প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে আমরা ওইসব মানবিক মূল্যবোধকে ধারণ করব যা প্রকৃত নাগরিকের জন্য একান্ত দরকারি।' অনুষ্ঠানের শেষাংশে বিভিন্ন ইভেন্টে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। -প্রেস বিজ্ঞপ্তি