বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

চমক রেখে শ্রীলংকা সফরের দল ঘোষণা বিসিবির

ক্রীড়া প্রতিবেদক
  ২০ নভেম্বর ২০২৪, ০০:০০
চমক রেখে শ্রীলংকা সফরের দল ঘোষণা বিসিবির

গত টি২০ বিশ্বকাপের ব্যর্থতার পর দেশের ক্রিকেটের পাইপলাইন শক্ত করতে মনোযোগ দিয়েছে বিসিবি। যার অংশ হিসেবে অনূর্ধ্ব-১৯, এইচপি এবং বাংলা টাইগার্সকে নিয়ে একাধিক টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দল।

চলতি মাসেই শ্রীলংকা সফরে যাচ্ছে অনূর্ধ্ব-১৭ দলের ক্রিকেটাররা। এই সফরে দলের কোচ হিসেবে থাকছেন তুষার ইমরান। এই সফরকে সামনে রেখে গতকাল মঙ্গলবার ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

আগামী ২১ নভেম্বর শ্রীলংকার উদ্দেশে দেশ ছাড়বে অনূর্ধ্ব-১৭ দল। এই সফরে লংকানদের বিপক্ষে দুটি তিন দিনের ম্যাচ এবং তিনটি এক দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

আগামী ২৪ নভেম্বর প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে এই সফর। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ২৬ এবং ২৮ নভেম্বর। এরপর ১ ডিসেম্বর মাঠে গড়াবে প্রথম তিন দিনের ম্যাচ, পরের দুটি ম্যাচ ৬ এবং ৮ ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হবে।

শ্রীলংকা সফরে বাংলাদেশের স্কোয়াড: ফেরদৌস কবির, আব্দুলস্নাহ আল মুহি, হৃদয় হোসাইন, ফারহান সাদিক, অদ্রিতো ঘোষ, আহসানুল হক মাহিম, রাকিবুল হোসেন, রাকিব খান, মেহেনুজ্জামান মাহবির, আতিকুর রহমান আশিক, আল আমিন হোসেন, আব্দুর রহিম, মাহির ইসমাম চৌধুরী, ইমরান হোসাইন, আল রাফি এবং সৌরভ কর্মকার। স্ট্যান্ডবাই : আহসানুল মুমিন, মুবাসির

ইসলাম, ফাইয়াজ রহমান এবং কাউসার আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে