বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

স্পেনের রোমাঞ্চকর জয়

ক্রীড়া ডেস্ক
  ২০ নভেম্বর ২০২৪, ০০:০০
স্পেনের রোমাঞ্চকর জয়
সুইজারল্যান্ডের বিপক্ষে গোল করার পর স্পেনের খেলোয়াড়দের উচ্ছ্বাস -ওয়েবসাইট

শুরুর বিবর্ণতা কাটিয়ে দুই দফায় এগিয়ে গেল স্পেন। দুবারই লড়াইয়ে ফিরে প্রতিপক্ষের মাঠে পয়েন্ট পাওয়ার আশা জাগাল সুইজারল্যান্ড। তবে শেষ সময়ে পাল্টে গেল চিত্র। নাটকীয় জয়ে উয়েফার নেশন্স লিগের গ্রম্নপ পর্ব শেষ করল স্প্যানিশরা। ঘরের মাঠে সোমবার রাতে সুইজারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়ার্ধের রোমাঞ্চকর লড়াইয়ে ৩-২ গোলে জিতেছে লুইস দে লা ফুয়েন্তের দল স্পেন।

নিষ্প্রাণ প্রথমার্ধে ইয়েরিমো পিনোর গোলে এগিয়ে যায় স্পেন। দ্বিতীয়ার্ধে জোয়েল মন্তেইরো সমতা টানার পর স্বাগতিকদের ফের লিড এনে দেন বদলি নামা ব্রায়ান হিল, যিনি এই ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে মাঠে নামেন তিন বছর পর। আর শেষ দিকে আন্দি জেকিরি পেনাল্টি থেকে আরেক দফা সমতা ফেরানোর পর যোগ করা সময়ে পেনাল্টি গোলেই ব্যবধান গড়ে দেন স্পেনের আরেক বদলি খেলোয়াড় ব্রায়ান সারাগোসা।

গ্রম্নপ সেরা হয়ে স্পেনের কোয়ার্টার ফাইনালে ওঠা নিশ্চিত হয়েছিল আগেই। এই ম্যাচের আগে 'বি' লিগে নেমে যাওয়া নিশ্চিত হয়েছিল সুইজারল্যান্ডের। ড্রয়ে আসর শুরুর পর টানা পাঁচ জয়ে 'এ' লিগের চার নম্বর গ্রম্নপে স্পেনের পয়েন্ট হলো ১৬। একই সময়ে আরেক ম্যাচে সার্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে, গ্রম্নপ রানার্সআপ হিসেবে শেষ আটে উঠেছে ডেনমার্ক। ৬ ম্যাচে ডেনিশদের ৮ পয়েন্ট, সার্বিয়ার ৬। ২ পয়েন্ট নিয়ে তলানিতে সুইজারল্যান্ড।

ম্যাচের শুরু থেকে পজেশন ধরে রাখায় আধিপত্য করলেও, প্রথম আধা ঘণ্টায় গোলের জন্য লক্ষ্যে কোনো শটই রাখতে পারেনি স্পেন। এরপরই ঘটনাবহুল এক গোলে এগিয়ে যায় তারা। বক্সে আলভারো মোরাতা ফাউলের শিকার হলে পেনাল্টি পায় স্পেন। পেদ্রির স্পট কিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক, তবে বল ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি সুইসরা। নিকো উইলিয়ামসের ভলি গোললাইন থেকে ফেরান এক ডিফেন্ডার। ফিরতি বল ভলিতেই জালে পাঠান পিনো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে