শেষ হতে চললো আরও একটি বছর। আন্তর্জাতিক ফুটবলের বছরের শেষ ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মালদ্বীপের বিপক্ষে দুই প্রীতি ম্যাচ দিয়েই শেষ হতে চলেছে জাতীয় দলের এ বছর। এখন অপেক্ষা ঘরোয়া ফুটবলের। কবে থেকে মাঠে গড়াবে ঘরোয়া ফুটবল সেটা নিয়েই আলোচনা দেশের ফুটবল দর্শকদের। সব কিছু ঠিক থাকলে আগামী শুক্রবার থেকেই শুরু হতে পারে ফুটবলের নতুন মৌসুম। ২২ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনাতে গত মৌসুমের লিগ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে নিয়ে 'চ্যালেঞ্জকাপ' দিয়ে শুরু হবে ২০২৪-২৫ মৌসুম।
গত জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন থেকে গণ-অভু্যত্থানে রূপ নেওয়া আন্দোলনে শহীদ হন শত শত ছাত্র-জনতা। সেই আন্দোলনে পতন হয় স্বৈরাচারী সরকারের, বিজয় হয় ছাত্র-জনতার। এবার সেসব শহীদদের স্মরণে উৎসর্গ করা হচ্ছে চ্যালেঞ্জ কাপ। যে ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে ২০২৪-২৫ মৌসুম। গত মে মাসে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের ২০২৩-২৪ মৌসুম শেষ হলেও এখনো নতুন মৌসুম শুরু হয়নি। কারণটা সেই জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলন। ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে জনজীবন তাই মাঠে ফিরতে যাচ্ছে ঘরোয়া ফুটবল।
নতুন পরিকল্পনায় এবার চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হবে নতুন মৌসুম। গত মৌসুমের লিগ চ্যাম্পিয়ন ও রানার্স আপ বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলবে মৌসুমের শুরুর ম্যাচে। দুই ক্লাবের মধ্যকার এই ম্যাচের নাম দেওয়া হয়েছে চ্যালেঞ্জ কাপ। বিশ্বস্ত সূত্রে জানা গেছে জুলাইয়ের শহীদদের স্মরণে এই ম্যাচের নাম দেওয়া হতে পারে 'বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ।' আগামী ২২ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। খেলা শুরুর সম্ভাব্য সময় বিকাল ৫টা। এরপর নভেম্বরের শেষ দিকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপের খেলা। গত মৌসুমের মতো লিগের সঙ্গেই চলবে ফেডারেশন কাপ। আগামী ২৯ নভেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর কথা। যদিও ঠিক ছিল অক্টোবরেই গড়াবে ফুটবলের নতুন মৌসুম। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনের কারণে পিছিয়ে যায় এবারের ফুটবল মৌসুম। গত মৌসুমে ৪৫ পয়েন্ট নিয়ে লিগের চ্যাম্পিয়ন হয়েছিল বসুন্ধরা কিংস। ৩৫ পয়েন্ট সংগ্রহ করে লিগের রানার্স আপ হয় ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাদের থেকে ৩ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করেছিল ৬ বারের লিগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড।