শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

পাকিস্তানের নতুন অন্তর্বর্তীকালীন কোচ আকিব জাভেদ

ক্রীড়া ডেস্ক
  ১৯ নভেম্বর ২০২৪, ০০:০০
পাকিস্তানের নতুন অন্তর্বর্তীকালীন কোচ আকিব জাভেদ

গ্যারি কার্স্টেন হুট করে দায়িত্ব ছাড়ার পর সাদা বলের জন্য লাল বলের কোচ জেসন গিলেস্পিকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। স্থায়ী কোচ নিয়োগের আগ পর্যন্ত তার হাতেই দায়িত্ব থাকার কথা ছিল। তবে নতুন করে আকিব জাভেদকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। সোমবার এক বিবৃতি দিয়ে সাবেক পাক পেসার আকিব জাভেদকে ওয়ানডে এবং টি২০ দলের কোচ হওয়ার কথা জানিয়েছে পিসিবি। তবে এখনই দায়িত্বে যোগ দিচ্ছেন না তিনি। আফ্রিকা সফরে থাকছেন গিলেস্পিই। আগামী বছরের ১৯ ফেব্রম্নয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত এই পদে থাকবেন আকিব। একই সঙ্গে নির্বাচক কমিটির সদস্যও থাকছেন তিনি। অবশ্য আকিবকে কোচ হতে যাচ্ছেন সেই গুঞ্জন শোনা গিয়েছিল গত কয়েকদিন থেকেই। হোবার্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি২০ আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন সময়ে আসে ঘোষণা। তার মূল মিশন থাকছে ঘরের মাঠে অনুষ্ঠিত

চ্যাম্পিয়ন্স ট্রফিই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে