বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক
  ১৯ নভেম্বর ২০২৪, ০০:০০
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

পাকিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারলেও টি২০ সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। দলটির বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজ আগেই নিজেদের করে নিয়েছিল অজিরা। সোমবার শেষ টি২০ জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে তারা। হোবার্টে সিরিজের শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি পাকিস্তান। বাবর আজমের ২৮ বলে ৪১ রান করলেও ১৮.১ ওভারে ১১৭ রানেই অলআউট হয়ে যায় তারা। ৭০ রানে ৩ উইকেটে থাকা পাকিস্তান শেষ ৭ উইকেট হারায় ৪৭ রানে।

বাবর ছাড়া হাসিবুলস্নাহ খান ১৯ বলে ২৪ এবং শেষ দিকে শাহিন আফ্রিদি ১২ বলে ১৬ রান করেন। অস্ট্রেলিয়ার পক্ষে অ্যারন হার্ডি তিনটি এবং স্পেন্সার জনসন ও অ্যাডাম জাম্পা দুটি করে উইকেট শিকার করেন। একটি করে উইকেট পেয়েছেন এলিস এবং বার্টলেট। জবাব দিতে নেমে অজিরা তৃতীয় ওভারেই ম্যাথু শর্টকে হারায়। জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ১১ বলে ১৮ রানের ঝড়ো ইনিংস খেললেও থিতু হতে পারেননি। অধিনায়ক জশ ইংলিশ ২৪ বলে রান করেন ২৭। এরপর মার্কাস স্টয়নিস একাই দায়িত্ব কাঁধে তুলে নেন।

২৭ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলে মাত্র ১১.২ ওভারে দলের জয় নিশ্চিত করেন স্টয়নিস। ৫২ বল এবং ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় অজিরা। ম্যাচসেরা হয়েছেন স্টয়নিস। অস্ট্রেলিয়া সিরিজ জিতেছে ৩-০ ব্যবধানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে