ডেভিস কাপে অংশগ্রহণের জন্য বাহরাইন গেল বাংলাদেশ দল

প্রকাশ | ১৯ নভেম্বর ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে ও বাহরাইন টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় আগমী ১৮-২৪ নভেম্বর ২০২৪ পর্যন্ত ইছা টাউন, বাহরাইনে অনুষ্ঠেয় '২০২৪ ডেভিস কাপ এশিয়া/ওশানিয়া গ্রম্নপ-৫' টেনিস প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ দল গতকাল বাহরাইনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে। প্রতিযোগিতায় স্বাগতিক বাহরাইনসহ বাংলাদেশ, ভুটান, ব্রম্ননাই, লাওস, ম্যাকাও, মালদ্বীপ, মঙ্গোলিয়া, ইয়েমেন, নেপাল, তাজিকিস্তান, গুয়াম, তুর্কমেনিস্তান, নর্দার্ন ম্যারিনা আইল্যান্ড ও ফিলিপাইন ডেভিস কাপ দল অংশগ্রহণ করবে। ১৯ নভেম্বর ২০২৪ ক্যাপ্টেনস মিটিং অনুষ্ঠিত হবে, ক্যাপ্টেনস মিটিং এ অংশগ্রহণকারী দলসমূহকে ৪টি গ্রম্নপে বিভক্ত করে রাউন্ড রবীন লীগ ভিত্তিতে গ্রম্নপ পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে। পরবর্তী সময়ে গ্রম্নপ চ্যাম্পিয়নদের মধ্যে খেলার মাধ্যমে দুটি দলকে গ্রম্নপ-৪ এ উন্নীত করা হবে এবং দল দুটি ২০২৫ ডেভিস কাপ এশিয়া/ওশানিয়া অঞ্চল গ্রম্নপ-৪ এর প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাংলাদেশ দলের সদস্যরা হলেন- জারিফ আবরার, মো. হানিফ মুন্না, মোহাম্মদ রুস্তম আলী, মো. দ্বীন ইসলাম, মো. আলমগীর হোসেন।