বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

রোনালদোর হাত ধরে বদলে যাবে ব্রাজিল!

ক্রীড়া ডেস্ক
  ১৯ নভেম্বর ২০২৪, ০০:০০
রোনালদোর হাত ধরে বদলে যাবে ব্রাজিল!
রোনালদোর হাত ধরে বদলে যাবে ব্রাজিল!

চলমান দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে বেশ ধুঁকছে ব্রাজিল। একপর্যায়ে পয়েন্ট তালিকার ছয় নম্বরেও নেমে যায় তারা। এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ১৭ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে সেলেসাওরা। সর্বশেষ ভেনেজুয়েলার সঙ্গে ড্র করেছে ১-১ গোলে।

ব্রাজিলিয়ান দলের এমন পরিস্থিতিতে সামনের দিনগুলোতে নিজেদের খুঁজে পাবে কি না, তা নিয়েও আছে সংশয়। আর ব্রাজিল দল যখন নানা সমস্যায় জর্জর, তখনই সামনে এসেছে চমক দেওয়া এক খবর। ২০২৬ সালে আমূল বদলে যেতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি। শুধু কোচের পদেই নয়, বড় ধরনের পরিবর্তন আসতে পারে সিবিএফের ভেতরেও।

নিজেদের ইতিহাসের অন্যতম বাজে সময় পার করছে ব্রাজিল। গত দুই বছরেরও বেশি সময় ধরে নিয়মিত ছন্দে নেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সবশেষ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় সেলেসাওরা। ব্যর্থতার দায়ে কোচের পদ ছাড়েন তিতে। এরপর নতুন কোচের জন্য লম্বা সময় অপেক্ষায় থাকে দলটি।

তিতের বিদায়ের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কিছু দিন দায়িত্ব পালন করেন ফার্নান্দো দিনিজ। তখনই গুঞ্জন রটে, সেলেসাওদের দায়িত্ব নিচ্ছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সঙ্গে আলোচনাও নাকি চূড়ান্ত হয়ে যায়।

শেষ পর্যন্ত অভ্যন্তরীণ সংকটের জেরে সিদ্ধান্ত পরিবর্তন করেন আনচেলত্তি এবং রিয়াল মাদ্রিদের সঙ্গেই চুক্তি নবায়ন করেন। এরপর স্বদেশি কোচ দরিভাল জুনিয়রের ওপর পাকাপাকিভাবে দায়িত্ব দেয় সিবিএফ। ব্রাজিল দলে দরিভালের শুরুটা দারুণ হলেও সময়ের সঙ্গে পালস্না দিয়ে ধারাবাহিকতা হারায় তার দল।

স্পোর্ত এক প্রতিবেদনে জানিয়েছে, ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও নিজেই নাকি সিবিএফের সভাপতি হতে চান। পাশাপাশি তিনি কোচ হিসেবে দলে আনতে চান ইউরোপের প্রভাবশালী কোচ পেপ গার্দিওলাকে। 'দ্য ফেনোমেনন' খ্যাত রোনালদো আগামী বছর সিবিএফের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।

বর্তমান প্রেসিডেন্ট এনদালদো রদ্রিগেজের মেয়াদ ২০২৬ সালের মার্চে শেষ হলেও সিবিএফের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৫ সালে। ধারণা করা হচ্ছে, রদ্রিগেজ আবারও নির্বাচনে দাঁড়াবেন। তবে রোনালদোও যদি শেষ পর্যন্ত নির্বাচনের লড়াইয়ে আসেন, তাহলে কঠিন প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হতে পারে রদ্রিগেজকে।

স্পোর্তের প্রতিবেদনে বলা হয়, রোনালদো তার খেলোয়াড়ি জীবনের সময় থেকেই ব্যবসা ও সামাজিক-রাজনৈতিক দুনিয়ায় নিজের নেটওয়ার্ক তৈরির কাজে ব্যস্ত ছিলেন। এমনকি বিচারিক ক্ষেত্রেও নাকি তার ভালো যোগাযোগ আছে। যা নির্বাচনে দাঁড়ালে তার পক্ষে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে আলাদা দু্যতির বিষয়টি তো রয়েছেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে