বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

একের পর এক চোটে বিপর্যস্ত আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক
  ১৮ নভেম্বর ২০২৪, ০০:০০
একের পর এক চোটে বিপর্যস্ত আর্জেন্টিনা

ফরোয়ার্ড নিকোলাস গঞ্জালেজ এবং দুই ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ ও জার্মান পেজ্জেয়া ছিটকে গেছেন আগেই। সেই তালিকায় এবার যুক্ত হলো আরও দুই ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো ও নাহুয়েল মলিনার নাম। একের পর এক চোটে তাই বিপর্যস্ত ছন্দ হারিয়ে ফেলা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দেশটির গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস রোববার জানিয়েছে, চোটের কারণে বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার পরের ম্যাচে খেলতে পারবেন না রোমেরো ও মলিনা। বাংলাদেশ সময় বুধবার সকাল ছয়টায় ঘরের মাঠে পেরুকে মোকাবিলা করবে তিনবারের বিশ্বজয়ীরা। খেলার ভেনু্য বুয়েনস আয়ার্স লা বোম্বোনেরা।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দলটির স্বীকৃত পেজ থেকে মলিনার ছিটকে যাওয়া নিশ্চিত করা হয়েছে। অ্যাতলেতিকো মাদ্রিদের রাইট ব্যাক ডান উরুর পেশির চোটে ভুগছেন। গত শুক্রবার প্যারাগুয়ের মাঠে ২-১ গোলে হেরে যাওয়া বাছাইয়ের ম্যাচে পুরোটা সময় খেলতে পারেননি। শেষদিকে তার বদলি হিসেবে নেমেছিলেন গঞ্জালো মন্তিয়েল।

ওই পোস্টে আরও বলা হয়েছে, আর্জেন্টিনার স্কোয়াডে যুক্ত করা হয়েছে ফরোয়ার্ড জুলিয়ানো সিমিওনেকে। তিনি দলটির সাবেক তারকা ও অ্যাটলেটিকোর কোচ দিয়েগো সিমিওনের ছেলে। স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকোতেই খেলেন জুলিয়ানো। এখনও আন্তর্জাতিক মঞ্চে অভিষেক হয়নি তার।

টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুসারে, ইতোমধ্যে ইংল্যান্ডে উড়ে গেছেন রোমেরো। টটেনহ্যাম হটস্পারের সেন্টার ব্যাক গত কিছুদিন ধরেই চোটের সঙ্গে লড়াই করছেন। গত ৩ নভেম্বর ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে পায়ের বৃদ্ধাঙ্গুলিতে আঘাত পেয়েছিলেন তিনি। প্যারাগুয়ের বিপক্ষে খেলতে নেমেছিলেন ব্যথানাশক ইনজেকশন নিয়ে। কিন্তু ঝুঁকি এড়াতে প্রথমার্ধ শেষে তাকে মাঠ থেকে উঠিয়ে নেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। তার জায়গায় নেমেছিলেন লিওনার্দো বেলার্দি। শঙ্কা আছে অলিম্পিক লিওঁর লেফট ব্যাক নিকোলাস তাগলিয়াফিকোকে নিয়েও। প্যারাগুয়ের বিপক্ষে পুরোটা সময় মাঠে থাকলেও তিনি ঘাড়ে ব্যথা পেয়েছেন। শেষমেশ খেলতে না পারলে তার শূন্যস্থান পূরণ করতে পারেন ফাকুন্দো মেদিনা। মানে দাঁড়াল, পেরুর বিপক্ষে অনভিজ্ঞ রক্ষণভাগ খেলাতে হতে পারে স্কালোনিকে। রোমেরোর পরিবর্তে বেলার্দি ও মলিনার পরিবর্তে মন্তিয়েলকে শুরুর একাদশে দেখা যেতে পারে। তাদের সঙ্গী হতে পারেন মেদিনা। লিসান্দ্রো ও পেজ্জেয়া আগে থেকেই খেলার জন্য অনুপযুক্ত থাকায় খুব বেশি বিকল্পও নেই আর্জেন্টাইন কোচের হাতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে