দুটি টেস্ট এবং ৩টি করে ওয়ানডে ও টি২০ ম্যাচ খেলার জন্য চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজের জন্য শনিবার ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের জন্য সুসংবাদ। ওয়েস্ট ইন্ডিজের পেস অলরাউন্ডার জেসন হোল্ডার দুই টেস্টে নেই। কাঁধের চোটের কারণে ছিটকে গেছেন। তবে হোল্ডার বাদেও শক্তিশালী পেস আক্রমণ নিয়ে বাংলাদেশকে আতিথেয়তা দেবে তারা। অভিজ্ঞ কেমার রোচ, দীর্ঘদেহী আলজারি জোসেফ, প্রতিশ্রম্নতিশীল শামার জোসেফ, অ্যান্ডারসন ও জেডেন সিলসেল মতো বিপজ্জনক পেসারকে নিয়ে স্কোয়াড সাজিয়েছে স্বাগতিকরা। এই পাঁচ বিশেষজ্ঞ পেসার ছাড়াও দলে ফেরানো হয়েছে পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রিভসকে। ক্রেইগ ব্রাথওয়েটের নেতৃত্বে পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশের বিপক্ষে নামছে ওয়েস্ট ইন্ডিজ। অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেলে দল সাজিয়েছে উইন্ডিজ। নিজেদের শেষ সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ১-০ ব্যবধানে হারিয়েছিল ব্রাথওয়েটের দল।
আগামী ২২ নভেম্বর এই সিরিজের প্রথম টেস্ট। প্রথম ম্যাচটি হবে অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে। ৩০ নভেম্বর সিরিজের দ্বিতীয় টেস্ট হবে জ্যামাইকায়।
ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড : ক্রেইগ ব্রাথওয়েট, জশুয়া ড সিলভা, অলিক আথানেজ, কিসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, টেভিন ইমালচ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুইস, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, জেইডেন সিলস, কেভিন সিনক্লেয়ার, জোমেল ওয়ারিকান।